ভিডিও মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:৩৬ দুপুর

লন্ডনে যাচ্ছেন নুসরাত ফারিয়া

লন্ডনে যাচ্ছেন নুসরাত ফারিয়া, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও বেশ মনোযোগী এই অভিনেত্রী। এবার ব্যারিস্টারি পড়তে যুক্তরাজ্যে যাচ্ছেন তিনি। 

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, সবকিছু ঠিক থাকলে এ বছর সেপ্টেম্বরে দেশটিতে পড়াশোনার জন্য যেতে পারেন। লন্ডনে পড়তে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি উল্লেখ করে ফারিয়া বলেন, ‘এবার লন্ডনে ‘বার অ্যাট ল’ পড়তে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন, অভিনয়ের পাশাপাশি ডিগ্রিটাও সম্পন্ন করতে চাই।’ এর আগে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ‘ব্যাচেলরস অব ল’তে চার বছরের শিক্ষাজীবন শেষ করে সেকেন্ড ক্লাস পেয়েছিলেন নুসরাত ফারিয়া।

আরও পড়ুন

উল্লেখ্য, ফারিয়া প্রথমে রেডিও জকি হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর মডেলিং এবং বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে প্রবেশ করেন। ২০১৫ সালে তিনি তার প্রথম চলচ্চিত্র আশিকী দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। এটি একটি ভারতীয়-বাংলাদেশি যৌথ প্রযোজনার ছবি, যেখানে তার বিপরীতে ছিলেন অঙ্কুশ হাজরা। পরে জিতের সঙ্গে জুটি বেঁধে অনেকগুলো সিনেমায় অভিনয় করেন। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধ পুরো অঞ্চলকে প্রজ্বলিত করবে : হিজবুল্লাহ প্রধান

বাংলাদেশ ইস্যুতে আইসিসিকে ধুয়ে দিলেন ইউসুফ-আফ্রিদি

যুক্তরাষ্ট্র ছাড়া ইউরোপ নিজেকে রক্ষা করতে পারবে না : ন্যাটো প্রধান

ইরান চুক্তি করতে বহুবার ফোন করেছে : ট্রাম্প

অন্তর্বর্তী সরকার পে-স্কেল বাস্তবায়ন করবে না : জ্বালানি উপদেষ্টা

বাংলাদেশের প্রতি আমাদের পূর্ণ সহানুভূতি রয়েছে : স্কটল্যান্ড