বিজিবির বাধায় কলারোয়া সীমান্তে বিএসএফের কাঁটাতার নির্মাণ বন্ধ
মফস্বল ডেস্ক: সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবির বাধার মুখে কাঁটাতারের নির্মাণকাজ বন্ধ করে ফিরে গেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সরুপনগর থানার বিথারি এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার মাদ্রা সীমান্তের বিপরীতে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ১৫০ গজের ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে বিএসএফ। বিষয়টি নজরে আসতেই বিজিবি সদস্যরা দ্রুত প্রতিবাদ জানায় এবং কাজ বন্ধ করিয়ে দেয়।পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টি অস্বীকার করেন।
সাতক্ষীরা ৩৩ বিজিবি পিআরও আবু জাফর বলেন, ‘হ্যাঁ, হয়েছে। আমাদের ইন্টারনাল বিএসএফের সঙ্গে বিজিবি বৈঠক হবে, তারপর তারা বেড়া দেবে, আমরা উপড়ে ফেলব। আমরা বেড়া দেব, তারাও উপড়ে ফেলবে। এটা তো নিত্যনৈমিত্তিক ব্যাপার। তবে এটা বিজিবি লেভেলে সমন্বয় হয়ে গেছে। বর্তমান সময়ে এই উত্তপ্ত পরিস্থিতিতে এগুলো নিয়ে বেশি আলোচনার প্রয়োজন নেই।’
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1763660052.jpg)
_medium_1763659728.jpg)
_medium_1763659259.jpg)
_medium_1763658726.jpg)
_medium_1763657287.jpg)
_medium_1763656334.jpg)


_medium_1763644476.jpg)