ভিডিও মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

দিনাজপুরের বিরলের একটি গ্রামে কথিত দুষ্ট জ্বিন আতংকে সাধারণ মানুষ

দিনাজপুরের বিরলের একটি গ্রামে কথিত দুষ্ট জ্বিন আতংকে সাধারণ মানুষ। প্রতীকী ছবি

বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে ঘটে চলেছে এমন বাস্তব এক অদ্ভূত ঘটনা। দিনে এবং রাতে সব সময় একের পর এক অদ্ভুত অগ্নিকান্ড ও অদৃশ্য জায়গা থেকে ছুঁড়া ঢিলে একটি বাস্তব ভৌতিক গল্পের জন্ম দিয়েছে। আর ঘটনা ঘটেছে বিরল উপজেলার ভান্ডারা ইউপি’র সীমান্ত এলাকা বালান্দোর ধেলু পাড়া গ্রামে। এবারেই প্রথম নয়, ধেলুপাড়াতে এর আগেও এমন অদ্ভুদ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

কয়েক বছর বন্ধ থাকার পর এবার গতকাল সোমবার সন্ধ্যার আগে থেকে শুরু করে আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) পর্যন্ত ওই পাড়ার বিভিন্ন বাড়ি ও খড়ের পালায় ধরছে আগুন। সেই সাথে অদৃশ্য স্থান থেকে কে বা কারা ছুঁড়ছে একের পর এক ঢিল। বর্তমানে আগুন ও ঢিল আংতকে ভীত হয়ে পড়েছে এই ধেলু পাড়ার মানুষ। ওই পাড়ার বাসিন্দাদের সাহস যোগাতে যদিও স্থানীয় জনপ্রতিনিধি ও বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি-এর সদস্যরা খোঁজ খবর নেওয়াসহ পাড়ায় টহল জরদার করেছেন।

স্থানীয়রা জানান, গত সোমবার সন্ধ্যার দিকে ওই পাড়ার মৃত ওয়াহেদ আলীর ছেলে সাইফুল ইসলামের বাড়িতে আগুন লাগলে বিরলের একটি দমকল বাহিনী ও স্থানীদের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এরপর মঙ্গলবার দুপুরে একই পাড়ার মৃত আব্দুস সোবহানের ছেলে মোকলেছুর রহমান (৫০) এর খড়ের পালা‘তে আগুন লাগলে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রন করে।

ওই পাড়ার ধান ব্যবসায়ী মামুন জানান, শুধু আগুন লাগছে তা নয় দিনে বা রাতে সব সময় অদৃশ্য জায়গা থেকে একের পর এক ঢিল ছুড়া হচ্ছে। এতে মানুষ আতংকিত হয়ে পড়েছে। তার ধরণা এটা দুষ্ট জ্বিনের কাজ।

আরও পড়ুন

ঘটনাস্থলে কথা হয় ভান্ডারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামনুর রশীদ মামুনের সাথে। তিনি জানান, ঘটনাটি প্রথম নয়। এই পাড়াতে এর আগেও এমন ঘটনা ঘটেছিল। মানুষ যেন আতংকগ্রস্থ না হয় তার জন্য আমরা সব সময় খোঁজ খবর নিচ্ছি। এছাড়া রামচন্দ্রপুর বিওপি’র বিজিবি সদস্যরাও এই ধেলু পাড়ায় টহল দিচ্ছেন এবং মানুষকে সাহস যোগাচ্ছেন। তবে আগুনের সূত্রপাত কথায় ও কোথাথেকে ঢিল আসছে এব্যপারে তিনি কিছু বলতে পারেননি।

ধেলু পাড়া জামে মসজিদের ইমাম মুনির উদ্দীন জানান, মহান সৃষ্টিকর্তা পৃথিবীতে জ্বিন এবং ইনসান পাঠিয়েছেন। মানুষের মধ্যে দুষ্ট মানুষ আছে। তেমননি জ্বিনদের মধ্যেও আছে। এখানে যা হচ্ছে, তাতে মনে হয়, এসব দুষ্ট জ্বিন ঘটাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে ভাংচুরের মামলায় একজন গ্রেফতার

যতক্ষণ না দুঃখ প্রকাশ করছো, শান্তি পাবে না: আ. লীগকে শফিকুল আলম

কুড়িগ্রামের চিলমারীতে শতবর্ষী কড়াই গাছে দাউ দাউ করে জ্বলছে আগুন

এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহ করতে গিয়ে ছাত্রদল নেতা আটক

লস অ্যাঞ্জেলেস মাতালেন নগরবাউল জেমস

দিনাজপুরের বিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু