ভিডিও মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

বগুড়ায় আত্মীয়ের লাশ দাফন করে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত

বগুড়ায় আত্মীয়ের লাশ দাফন করে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত। প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : বগুড়ায় আত্মীয়ের লাশ দাফন করে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় রেহেনা বেগম (৩০) নামের মোটরসাইকেল আরোহী এক গৃহবধূ প্রাণ হারিয়েছেন। এসময় তার স্বামী মোটরসাইকেল চালক সবুজ সরকার গুরুতর আহত হন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে সদরের নওদাপাড়া এলাকার টিএমএসএস ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রেহেনা বেগম সদরের দশটিকা দক্ষিণপাড়া এলাকার সবুজ সরকারের স্ত্রী।

তার স্বামী সবুজ টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা জানান, সবুজ তার স্ত্রী রেহেনা নিয়ে মহাস্থান এলাকার এক আত্মীয়ের লাশ দাফনের উদ্দেশ্যে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে টিএমএসএস ফিলিং স্টেশনের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলে রেহানা মারা যান। পরে স্থানীয়রা সবুজ মিয়াকে গুরুতর আহত অবস্থায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

আরও পড়ুন

বগুড়া ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বাড়ি ফেরার পথে সবুজ সরকার টিএমএসএস পাম্প থেকে মোটরসাইকেলের তেল নেয়ার পর রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি ট্রাক ওই মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রেহেনা বেগম মারা যান। গুরুতর আহত হন সবুজ সরকার। এ ঘটনায় ট্রাকচালককে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে লাম্পি স্কিন রোগে শতাধিক গরু মারা গেছে

বগুড়ার শিবগঞ্জে তিনটি হিমাগারে হামলা-ভাঙচুর, হিমাগারে ভাড়া বাড়ানোর প্রতিবাদ

বগুড়ায় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, কারাগারে মাদরাসা সুপার

নওগাঁর রাণীনগরে বিস্ফোরক মামলায় ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁর রাণীনগরে ৩ মাদকসেবীর কারাদন্ড

সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকের ওপর হামলায় মামলা : গ্রেফতার ১