ব্যবসা করলেও অভিনয়ে ফোকাস রাখতে চান নায়িকা ববি
বিনোদন ডেস্ক : দেড় দশক ধরে ঢাকাই সিনেমায় কাজ করছেন চিত্রনায়িকা ববি হক। দীর্ঘদিনের এই ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য সিনেমা। যার মধ্যে ‘দেহরক্ষী’, ‘রাজত্ব’, ‘অ্যাকশন জেসমিন’, ‘বিজলী’ উল্লেখযোগ্য।
সিনেমা নিয়ে এখনও ব্যস্ততা রয়েছে ববির। হাতে রয়েছে বেশ কয়েকটি কাজও। সম্প্রতি একটি অনুষ্ঠানে নতুন কাজ প্রসঙ্গে নানা কথা বললেন ববি। নায়িকা জানালেন, কয়েকদিন ধরে ‘বেইমান’ সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। এরপর শুরু করবেন ‘বউ’ সিনেমার শুটিং। ‘তছনছ’ সিনেমার শুটিং শুরু করার কথাও জানিয়েছেন নায়িকা। নায়িকার কথায়, ‘দেশের বাইরে আরও একটি সিনেমার কথা হচ্ছে। বলা চলে কাজের মধ্যেই আছি। অভিনয় নিয়েই থাকতে চাই।’

অভিনয়ের পাশাপাশি ব্যবসায়েও মন দিয়েছেন ববি। সে প্রসঙ্গে ববি বলেন, ‘আমি সবসময়ই একজন শিল্পী। তবে এই শিল্পীসত্তার বাইরে বহু মাধ্যমে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যদি কেউ ব্যবসা করে কিংবা অন্য কোনো পেশার সঙ্গে জড়িত হয় তাতে সমস্যার কিছু নেই। এতে একজন শিল্পীর অর্থনৈতিক নিরাপত্তা বাড়ে। আমি নিজেও ব্যবসা করি। কিন্তু আমার মূল ফোকাস অভিনয়।’ জীবনে পাওয়া নানা খারাপ অভিজ্ঞতা প্রসঙ্গে ববি হক বলেন, ‘খারাপ অভিজ্ঞতা আমি বেশি মনে রাখি না। ভালো অভিজ্ঞতাগুলো সবার সঙ্গে শেয়ার করি। এটা এখনও ঘটছে। যেমন, ঘরে বাবা-মা ভাই-বোনদের সঙ্গেও খুনসুটি হয়। আবার একটু মনোমালিন্যও হয়ে যায়, যে বিষয়টি খুবই দুঃখজনক। এরকম হওয়াটা উচিৎ না আসলে।’
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1765556999.jpg)
_medium_1765531328.jpg)
_medium_1765529440.jpg)

_medium_1765527727.jpg)
_medium_1765521858.jpg)

_medium_1765539802.jpg)
_medium_1765532141.jpg)