ভিডিও বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:৫৯ দুপুর

নায়িকা পপির বিরুদ্ধে বোনের জিডি

নায়িকা পপির বিরুদ্ধে বোনের জিডি, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : ঢাকা সিনেমার জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে। তবে আবারও তিনি খবরে এলেন। এবার তার বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ নিয়ে তার বিরুদ্ধে থানায় জিডি করেছেন নায়িকার বোন ফিরোজা পারভীন। গতকাল (৩ ফেব্রুয়ারি) খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় জিডি করা হয়।

জিডি সূত্রে জানা যায়, পৈত্রিক জমি দখলের নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার, শিপনসহ সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি, ভাড়াটিয়া বাড়ির সামনে হাজির হন। বাধা দিলে একপর্যায়ে ফিরোজা পারভীনসহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী। 

বিষয়টি নিয়ে পপির মা মরিয়ম বেগম গণমাধ্যমকে বলেন, ‘আমার মেয়েটা আগে ভালোই ছিল। কিন্তু বিয়ের পর ৫-৬ বছর ধরে স্বামীর প্ররোচনায় আমাদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। তার বাবার জমি দখলের চেষ্টা করছে। আমাদের প্রতিনিয়ত হয়রানির মধ্যে রেখেছে। এই বয়সে আমরা কোথায় যাব।’

পপির মেজ বোন ফিরোজা পারভীন গণমাধ্যমকে বলেন, ‘আমরা ৪ বোন, ২ ভাই। পপি সবার বড়। সে আমাদের বাবার জমি দখলের চেষ্টা করছে অনেক বছর ধরেই। বাবার মৃত্যুর পর থেকেই আমরা হয়রানির শিকার হচ্ছি পপির মাধ্যমে। পপি ছাড়া আমরা সবাই এক আছি। আগেও আমাদের পেশিশক্তির ভয় দেখানো হয়েছে। বিষয়টি নায়ক আলমগীর, জায়েদ খানসহ আরও দুয়েকজন জানেন। সব জানার পর আলমগীর সাহেব পপিকে বিষয়টি সমাধানের কথা বলেছিলেন। কিন্তু পপি কোনো কিছুতেই থাকছে না। সবার জমি সে একাই দখল করতে চায়।’ তিনি আরও বলেন, ‘স্বামীসহ পপি খুলনায় অবস্থান করছেন। আমাদের হত্যার হুমকিও দেওয়া হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিএলের আসর মাতাতে আসছেন সাইম আইয়ুব

গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল করল ঢাবি

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৮০৭ জন

দেশে ফিরলেন ভারতে আটক হওয়া ৪ বাংলাদেশি তরুণী

জানা গেল বিপিএল শুরুর তারিখ

যেসব যন্ত্রে কখনও মাল্টিপ্লাগ ব্যবহার করবেন না