ভিডিও মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:২২ দুপুর

ছাত্রলীগের বিচারের দাবিতে দেশব্যাপী ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ 

ছাত্রলীগের বিচারের দাবিতে দেশব্যাপী ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’, ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সব সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সারাদেশে এই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সইকৃত এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এতে বলা হয়, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে ছাত্রলীগের সব সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে এবং জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মার্চ ফর জাস্টিস’ এবং প্রতিষ্ঠানের প্রধান বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হবে।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ মঙ্গলবার এই কর্মসূচি ঘোষণা করে ছাত্রদলের সব নেতাকর্মীসহ আপামর ছাত্রসমাজকে ওই কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি দুপুরে জানাবে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা

আইপিএল নিলামে মোস্তাফিজের ভিত্তিমূল্য ২, সাকিবের ১ কোটি

মাদারীপুরের শিবচরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩

বেগম খালেদা জিয়া আপোষহীন সংগ্রামী এক কিংবদন্তী

অন্তর্বর্তী সরকারের ওপর ৭০ শতাংশ মানুষের আস্থা 

নতুন যে বার্তা দিলেন তারেক রহমান