ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

মেক্সিকোর পর এবার কানাডার ওপর শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

মেক্সিকোর পর এবার কানাডার ওপর শুল্ক স্থগিত করলেন ট্রাম্প, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর পর এবার কানাডার ওপর আরোপিত শুল্ক সাময়িকভাবে স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

সোমবার ( ৩ ফেব্রুয়ারি) এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। রয়টার্স জানায়, মঙ্গলবার থেকে কানাডার ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকরের কথা ছিল। কিন্তু তার কয়েক ঘণ্টা আগে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই আলাপের পর শুল্ক আরোপ স্থগিতের বিষয়ে তাদের মধ্যে সমঝোতা হয়।জানা গেছে, অবৈধ অভিবাসী ও মাদক পাচার ঠেকাতে সীমান্ত এলাকায় কঠোর ব্যবস্থা নেওয়া বিষয়ে সম্মত হওয়ায় কানাডার ওপর শুল্ক সাময়িকভাবে ৩০ দিনের জন্য স্থগিত করেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, কানাডা উত্তর সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে রাজি হয়েছে। ফেনটানিলের মতো ক্ষতিকর মাদক পাচার বন্ধের আশ্বাস দিয়েছে।কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ট্রাম্পের সঙ্গে ভালো আলোচনার পর কানাডা উত্তর সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ১০ হাজারে সেনা মোতায়েন করবে। মাদক পাচারকারীদের সন্ত্রাসীর তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। ফেনটানিলের পাচার রোধে একজন ফেনটানিল জার নিয়োগ করা হবে। অর্থ পাচারও বন্ধ করা হবে।

এর আগে, সীমান্তে নিরাপত্তা জোরদারের শর্তে মেক্সিকোর ওপর আরোপিত শুল্ক এক মাসের জন্য স্থগিত করেন ট্রাম্প। এ বিষয়ে তিনি বলেন, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবামের সঙ্গে খুবই বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ১০ হাজার সেনা পাঠাতে রাজি হয়েছেন শেইনবাম। মেক্সিকোতে শুল্ক আরোপ স্থগিত করা হয়েছে। 

আরও পড়ুন

ক্লাউডিয়া শেইনবাম জানান, আলোচনার পরই ট্রাম্প শুল্ক স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। তবে এর সঙ্গে একটি শর্তও জুড়ে দিয়েছেন ট্রাম্প। মেক্সিকোকে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, অবৈধ মাদক, যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে। শর্তগুলো বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৃত শিক্ষা সেই, যা মানুষের ভেতরে আলো জ্বালায় -বিচারপতি শাহীন

দিনাজপুরে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় ১০ জন কারাগারে

আগামী জাতীয় সংসদ নির্বাচন মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে -সাবেক এমপি কাজী রফিক

পাবনার ভাঙ্গুড়ায় বিএনপির নামে ভুয়া ফেসবুক আইডি ব্যবহারকারী নীরব আটক

মাত্র ৭ মাসেই তারকা দম্পতির বিবাহ বিচ্ছেদ!

বগুড়ার শেরপুরে পৌর কিচেন মার্কেট উদ্বোধন করলেন জেলা প্রশাসক