বগুড়ার কাহালুতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালুতে বৈদ্যুতিক পানি সেচ মেশিন দিয়ে পুকুরে পানি নেয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দিলবর রহমান (৬৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। ঘটনাটি ঘটেছে আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার জামগ্রাম ইউনিয়নের করমজাপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।
জানা গেছে, ঘটনার দিন সকালে দিলবর তার গ্রামে লিজ নেয়া একটি পুকুরে বৈদ্যুতিক পানি সেচ মেশিন দিয়ে পানি নেয়ার সময় অসাবধানতায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনমন্তব্য করুন