ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

দিনাজপুরের খানসামায় রাতের আঁধারে লাখ লাখ টাকার সরকারি গাছ উধাও

দিনাজপুরের খানসামায় রাতের আঁধারে লাখ লাখ টাকার সরকারি গাছ উধাও

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় রাতের আঁধারে সরকারি গাছ উধাও হয়ে গেছে। গতকাল রোববার সকালে উপজেলার পাকেরহাট আদর্শগ্রাম থেকে আওকরা মসজিদ হয়ে পুলহাট পর্যন্ত পাকেরহাট-রানীরবন্দর আঞ্চলিক মহাসড়কের দুই ধারে এই চিত্র দেখা যায়।

সম্প্রতি কর্তন হওয়া ১১টি মেহগনি গাছের গোড়া অবশিষ্ট রয়েছে। গাছের মূল অংশ ও ডালপালা নিয়ে গেছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে জানায় ওই এলাকার গাছ তদারকির প্রতিষ্ঠান বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের খানসামা অফিস সংশ্লিষ্টরা।

স্থানীয় আজিজার রহমান বলেন, প্রায় কিছু দিন ধরেই কে বা কারা রাতের আঁধারে সরকারি গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে। এগুলো দেখার যেন কেউ নেই? বিষয়টি নিশ্চিত করে খানসামা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী (অঃদা) আবু সাদাত মুহাম্মদ সায়েম বলেন, চুরি হওয়া গাছের ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। সেই সাথে জনবল সংকটের কথা জানিয়ে গাছ চুরি রোধে সকল শ্রেণি-পেশার মানুষের সহায়তা চান তিনি।

আরও পড়ুন

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজমূল হক বলেন, গাছ চুরির বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান সরকার বলেন, অনুমতি ব্যতিত সরকারি গাছ কর্তন করা দন্ডনীয় অপরাধ। তাই এই অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪১তম সভা অনুষ্ঠিত

যমুনা ব্যাংক ও নাজিমগড় রিসোর্টস এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

এনসিসি ব্যাংক এর সাথে ফিনকোচ বাংলাদেশের চুক্তি স্বাক্ষর 

ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচনের সুযোগ এসেছে : গণসংযোগে সাবেক এমপি সিরাজ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, ৩ বাংলাদেশি গ্রেফতার

আসন্ন দুর্গাপূজা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে - মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা