ভিডিও শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫

চতুর্থবারের মতো গ্র্যামি জিতলেন শাকিরা

চতুর্থবারের মতো গ্র্যামি জিতলেন শাকিরা, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : জন্মদিনে পপ গায়িকা শাকিরার মুকুটে নয়া পালক যুক্ত হলো। ফের গ্র্যামি জয়ী হলেন তিনি। এই নিয়ে চতুর্থবারের মত গ্র্যামি জয় করলেন বিশ্ব নন্দিত এই শিল্পী। 

নিজের জন্মদিনে গ্র্যামি জিতে উচ্ছ্বসিত শাকিরা। পুরস্কার উৎসর্গ করেছেন ‘অভিবাসী ভাইবোন’দের। তিনি বলেন, আমি আমার পুরস্কার অভিবাসী ভাইবোনদের উৎসর্গ করছি। তারা ভালোবাসার যোগ্য। তাদেরই এটা প্রাপ্য। আমি সবসময় তাদের লড়াইয়ের পাশে আছি। বিশ্বের প্রতিটি কর্মরত মহিলার পরিশ্রমকেও কুর্নিশ জানান শাকিরা। শুভেচ্ছার জোয়ারে ভাসছেন লাস্যময়ী গায়িকা। এ সময় উপস্থিত ছিলেন শাকিরার দুই সন্তান মিলান এবং সাশা। পুরস্কার শাকিরার হাতে তুলে দেন জেনিফার লোপেজ।

আরও পড়ুন

এদিন শুধু পুরস্কার গ্রহণ করেননি শাকিরা। দর্শকদের সম্মোহিত করেছেন নিজের পারফর্মেন্সে। পুরস্কারের আসরে গায়িকার বেলি ড্যান্স মুগ্ধ করেছে সবাইকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ি ভাঙচুর

ডিবি কার্যালয়ে অভিনেত্রী সোহানা সাবা

গুঁড়িয়ে দেওয়া হলো বগুড়া জেলা আ’লীগ কার্যালয়

তিন পল্লী উন্নয়ন একাডেমির নাম পরিবর্তন

ফুটবলকে বিদায় জানালেন মার্সেলো

গানে গানেই মঞ্চ মাতাতে চান তারা