ভিডিও সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

এবার ইইউ’র ওপর শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

এবার ইইউ’র ওপর শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : চীন, কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপের পর এবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর শুল্ক আরোপের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডা থেকে মেরিল্যান্ডে পৌঁছানোর পর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে ট্রাম্প এ কথা জানান। 

ট্রাম্প বলেন, শিগগিরই ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর শুল্ক বসতে যাচ্ছে। এসময় তিনি ২৭ দেশের এই জোটের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংকট নিয়ে তার অসন্তোষ পুনর্ব্যক্ত করেন। মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, ইউরোপীয় ইউনিয়ন আমাদের থেকে অনেক সুযোগ নিয়েছে। শিগগিরই তাদের ওপর শুল্ক আরোপ করা হবে। তবে ট্রাম্পের এমন হুমকিতে ভয় পাচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন। গতকাল রোববার ইইউ জানিয়ে দিয়েছে, যদি যুক্তরাষ্ট্র অন্যায়ভাবে বা স্বেচ্ছাচারিতার মাধ্যমে ইউরোপীয় পণ্যের ওপর শুল্ক আরোপ করে, তাহলে তারা ‘কড়া প্রতিক্রিয়া’ জানাবে। ইইউ’র এক মুখপাত্র বলেন, ‘যেকোনো বাণিজ্য অংশীদার যদি অন্যায় বা স্বেচ্ছাচারীভাবে ইইউ’র পণ্যের ওপর শুল্ক বসায়, তাহলে ইইউ’র কড়া জবাব দেবে।’

আরও পড়ুন

বিশেষজ্ঞদের মতে, এই বাণিজ্যযুদ্ধ যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধিকে ধীর করে দিতে পারে এবং পণ্যের দাম বাড়িয়ে দিতে পারে। অবশ্য ট্রাম্পও স্বীকার করেন, তার বাণিজ্য নীতির কারণে মার্কিনদের আর্থিক সমস্যায় পড়তে হতে পারে। তবে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য এটি প্রয়োজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোটেল ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার

চীন থেকে দেশে ফিরেই নুরের খোঁজ নিতে ঢামেকে নাহিদ-সারজিস

নাটোরের সিংড়ায় চিঠি লিখে রেখে যুবকের আত্মহত্যা

গাইবান্ধার পলাশবাড়ীতে অচেনা প্রাণির আক্রমণে ১১ জন আহত

ঠাকুরগাঁওয়ে মায়ের অভিযোগে সন্তানের লাশ কবর থেকে উত্তোলন

দেশকে স্থিতিশীল ও স্বচ্ছ নির্বাচনের পথে এগিয়ে নিতে নারীর সক্রিয়তা অপরিহার্য- মাহমুদা হাবিবা