ভিডিও শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

রাতের আঁধারে দুই বিঘা জমির ভুট্টাক্ষেত তছনছ

রাতের আঁধারে দুই বিঘা জমির ভুট্টাক্ষেত তছনছ

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে রাতের আঁধারে এক বর্গাচাষির দুই বিঘা জমির ভুট্টাক্ষেত নষ্ট করেছে প্রতিপক্ষরা। গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে উপজেলার দেবীডুবা ইউনিয়নের বিজিডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে।

সকালে বিষয়টি জানাজানি হয়। ভুক্তভোগী জাফর আলী একই ইউনিয়নের লক্ষ্মীরহাট এলাকার মোক্তার আলী নামে এক ব্যক্তির কাছ থেকে জমিটি বর্গা নেন। জাফর আলী বাৎসরিক ২০ হাজার টাকা চুক্তিতে জমিতে আবাদ করেন। দীর্ঘ ১০-১২ বছর যাবৎ তিনি বর্গাচাষ করছেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে কোন এক সময়ে জাফর আলীর ভুট্টা ক্ষেতে মই দেয় প্রতিপক্ষরা। এতে দুই মাস বয়সী ভুট্টার চারাগুলো ভেঙে যায়। ভুক্তভোগী জাফর আলী বলেন, দুই মাস আগে রোপণ করা হয় ভুট্টা। এই দুই মাসে ভুট্টা ক্ষেতে অন্তত ৬০ হাজার টাকা খরচ হয়েছে।

আরও পড়ুন

আর দুই মাসের মধ্যে ভুট্টা বিক্রির উপযোগী হলে দেড় থেকে দুই লাখ টাকায় বিক্রি হতো। জাফর আলী বলেন, গত ২-৩ বছর আগে একবার জমি সংক্রান্ত সমস্যা হয়। তখন উভয়পক্ষ বসে মিটমাট করে নেন। এবার যে এই কাজ করবে আগে জানলে আমি জমি বর্গা নিতাম না।

দেবীডুবা ইউপি চেয়ারম্যান পরেশ চন্দ্র রায় প্রধান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। জাফরকে থানায় মামলা করার পরামর্শ দিয়েছি। ধারদেনা করে জমি বর্গা নিয়ে সে চাষ করে। তার জন্য বড় ক্ষতি হয়ে গেলো। এবিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, এখনও কেউ অভিযোগ করেননি। তবে অভিযোগ পেলে আইনী পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে চাঞ্চল্যকর গণধর্ষণের পর গৃহবধূর আত্মহত্যা : র‍্যাবের অভিযানে গ্রেফতার ১

তিস্তার পানি বাড়ায় ভোগান্তিতে বানভাসীরা, বন্যা নিয়ন্ত্রণ বাঁধে চলছে রান্নার কাজ 

দিনাজপুরের বিরলে পেঁপে চাষে কৃষকদের ভাগ্য বদলাচ্ছে

রংপুরে হিন্দুদের বাড়িতে হামলার  ঘটনায় পাঁচজন দুই দিনের রিমান্ডে  

বগুড়ার সোনাতলায় বৃষ্টির পানিতে স্কুল ভবনের ছাদ  চুয়ে শিক্ষার্থীদের বই খাতা ভিজে যাচ্ছে

বগুড়ায় যুবদল নেতা অতুলের ওপর হামলার  প্রতিবাদে জেলা যুবদলের  বিক্ষোভ