ভিডিও বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

গ্রিনল্যান্ড ইস্যু, সামরিক শক্তি বাড়াচ্ছে ডেনমার্ক

গ্রিনল্যান্ড ইস্যু, সামরিক শক্তি বাড়াচ্ছে ডেনমার্ক, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড কিনতে চাওয়ার মধ্যেই আর্কটিক অঞ্চলে সামরিক শক্তি বাড়ানোর উদ্যোগ নিয়েছে ডেনমার্ক। সোমবার ( ১৭ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে, অঞ্চলটিতে নজরদারি বাড়ানো ও নিরাপত্তার লক্ষ্যে ২০৫ কোটি মার্কিন ডলার ব্যয়ের ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর থেকেই ডেনমার্কের নিয়ন্ত্রণে থাকা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড কিনে নেয়ার জন্য ডেনমার্কের প্রধানমন্ত্রীকে চাপ দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। যেকোনো উপায়ে অঞ্চলটি নিয়ন্ত্রণে নিতে বদ্ধপরিকর নতুন মার্কিন প্রেসিডেন্ট। যদিও ট্রাম্পের প্রস্তাবে রাজি নয় ডেনমার্ক প্রশাসন। 

তাই এবার আর্কটিক অঞ্চলে নিজেদের সামরিক শক্তি বাড়ানোর উদ্যোগ নিয়েছে ডেনমার্ক। অঞ্চলটিতে তিনটি নতুন জাহাজ মোতায়েন, দুটি দূরপাল্লার ড্রোন এবং স্যাটেলাইট স্থাপনের জন্য ২০৫ কোটি মার্কিন ডলার ব্যয়ের ঘোষণা দিয়েছে দেশটি। সোমবার এক সংবাদ সম্মেলনে ডেনমার্কের প্রতিরক্ষামন্ত্রী ট্রোয়েলস লুন্ড বলেন, প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। চলতি বছরের শেষে সামরিকখাতে তহবিল আরও বাড়ানোর পরিকল্পনা করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

এর আগে, গ্রিনল্যান্ডের মালিকানা নেয়ার জন্য ডেনমার্কের প্রধানমন্ত্রীকে হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। একাধিক ইউরোপীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এমন প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার হুমকির জবাবেই আর্কটিক অঞ্চলে সামরিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে ডেনমার্ক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বৈত নাগরিকত্বের আবেদন ১৫ মে থেকে শতভাগ অনলাইনে

রাজবাড়ীতে রাস্তায় পড়েছিল যুবকের মরদেহ 

আসছে ‘নাগরিক সেবা বাংলাদেশ’, সংক্ষেপে ‘নাগরিক সেবা’

তেলের দাম গত সাড়ে ৩ বছরের মধ্যে সর্বনিম্ন

আশুলিয়ায় আ.লীগের মিছিলে অংশ নেওয়া ৬ জন গ্রেপ্তার

মধ্যরাত থেকে কার্যকর হচ্ছে কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা