ভিডিও বুধবার, ০৭ মে ২০২৫

বগুড়ায় বিশ্বকুষ্ঠ দিবস পালিত

বগুড়ায় বিশ্বকুষ্ঠ দিবস পালিত

স্টাফ রিপোর্টার : ঐক্যবদ্ধ কাজ করি, কুষ্ঠমুক্ত দেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রোববার (২৬ জানুয়ারি) বগুড়ায় বিশ্ব কুষ্ঠ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বগুড়ার সিভিল সার্জন ডা. ফারজানুল ইসলাম জানান, গত বছর বগুড়ায় ২ হাজার ৭১২ জন অনুমিত রোগীকে পরিক্ষা নিরিক্ষা করে ৬২ জন কুষ্ঠ রোগী সনাক্ত করা হয়। তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়েছে। এর আগের বছর ২০২৩ সালে বগুড়া জেলায় তিন হাজার ২৯ জন অনুমিত রোগীকে পরিক্ষা নিরিক্ষা করে ৭৩ জন কুষ্ঠ রোগী সনাক্ত করা হয়েছিল।

বগুড়া সিভিল সার্জন অফিস ও লেপ্রা বাংলাদেশের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের সেমিনার কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, চিকিৎসার পাশাপাশি কুষ্ঠ রোগ সচেতনতার মাধ্যমেই কমানো সম্ভব। এই রোগের শুরুকে মানুষ অবহেলা এবং লোক লজ্জায় কাউকে জানায় না। যখন রোগটি শরীরে বিস্তার লাভ করে তখন চিকিৎসকের স্মরণাপন্ন হন। তিনি বলেন,চিকিৎসার মাধ্যমে কুষ্ঠ রোগী সুস্থ হয়। কিন্তু সেটি করতে হবে শুরুতেই।

আরও পড়ুন

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন শাহনাজ পারভীন, সার্ভিলেন্স মেডিকেল অফিসার অর্নব সাহা, প্রোগ্রাম অর্গানাইজার আসমাউল হোসেন, লেপ্রা বাংলাদেশের পুল ব্যবস্থাপক ওহেদুজ্জামান পলু, লেপ্রা বাংলাদেশের ভলান্টিয়ার রুপালী বেগম এবং কুষ্ঠ রোগী সাইফুল ইসলাম। এর আগে শহরে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে  একটি র‌্যালি বের হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের গঙ্গাচড়ায় ২০ নবদম্পতিকে জামায়াতের উপহার

জবিতে সাংবাদিকদের উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নীলফামারীর কিশোরগঞ্জে সম্ভ্রমহানির অভিযোগে শিক্ষক গ্রেফতার

অন্যায় কর্মকাণ্ডে  বহিষ্কার হলেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা

জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে বগুড়ায় শিবিরের মিছিল

শাহরুখের সরল স্বীকারোক্তি, এরকম নার্ভাস জীবনে কখনো হইনি