ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

১০ শতাংশ বিদেশি শিক্ষার্থী কমিয়ে আনার ঘোষণা কানাডার

সংগৃহীত,১০ শতাংশ বিদেশি শিক্ষার্থী কমিয়ে আনার ঘোষণা কানাডার

আন্তর্জাতিক ডেস্ক : আবাসন, স্বাস্থ্যসেবা ও অন্যান্য পরিষেবার ওপর চাপ সামাল দিতে বিদেশি শিক্ষার্থী ভর্তির সংখ্যা কমিয়ে আনার ঘোষণা দিয়েছে কানাডা। 

শুক্রবার (২৫ জানুয়ারি) কানাডার অভিবাসন মন্ত্রণালয়ের এক বিবৃতি একথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আবাসন, স্বাস্থ্যসেবা ও অন্যান্য পরিষেবার ওপর চাপ সামাল দিতে দ্বিতীয় বছরের মতো ২০২৫ সালে বিদেশি শিক্ষার্থী ভর্তির সংখ্যা কমিয়ে আনা হবে।

কানাডার অভিবাসন মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দেশটিতে চলতি বছর চার লাখ ৩৭ হাজার শিক্ষার্থীকে পড়াশোনার অনুমতি দেবে।

আরও পড়ুন

যা গত বছরের তুলনায় ১০ শতাংশ কম। সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত জনসংখ্যা বাড়তে থাকায় কানাডায় আবাসন সংকট তৈরি হয়। এ চাপ সামাল দিতে গত বছর বিদেশি শিক্ষার্থীদের স্টাডি পারমিটের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে দেশটির সরকার।

কানাডা সরকারের হিসাব অনুযায়ী, ২০২৩ সালে দেশটিতে অনুমতি পাওয়া বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ছিল সাড়ে ছয় লাখ।


এতে দেশটিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা এক মিলিয়ন ছাড়িয়ে যায়, যা গত ১০ বছর আগের সংখ্যার চেয়ে তিন গুণ বেশি। ফলে দেশটিতে আবাসন খরচ বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যসেবা, শিক্ষাসহ অন্যান্য পরিষেবায় চাপ বেড়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের আজ বাঁচা-মরার লড়াই

কাতারে আর হামলা করবে না ইসরায়েল: ট্রাম্প

দুর্গাপূজা ঘিরে সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

শেখ হাসিনার বিরুদ্ধে আজও স্বাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান

শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি থেকে বাদ পড়ছেন রাজনৈতিক ব্যক্তিরা

সিরাজগঞ্জের তাড়াশে বাজারগুলোতে মাছের সরবরাহ বেড়েছে