ভিডিও বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

১০ শতাংশ বিদেশি শিক্ষার্থী কমিয়ে আনার ঘোষণা কানাডার

সংগৃহীত,১০ শতাংশ বিদেশি শিক্ষার্থী কমিয়ে আনার ঘোষণা কানাডার

আন্তর্জাতিক ডেস্ক : আবাসন, স্বাস্থ্যসেবা ও অন্যান্য পরিষেবার ওপর চাপ সামাল দিতে বিদেশি শিক্ষার্থী ভর্তির সংখ্যা কমিয়ে আনার ঘোষণা দিয়েছে কানাডা। 

শুক্রবার (২৫ জানুয়ারি) কানাডার অভিবাসন মন্ত্রণালয়ের এক বিবৃতি একথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আবাসন, স্বাস্থ্যসেবা ও অন্যান্য পরিষেবার ওপর চাপ সামাল দিতে দ্বিতীয় বছরের মতো ২০২৫ সালে বিদেশি শিক্ষার্থী ভর্তির সংখ্যা কমিয়ে আনা হবে।

কানাডার অভিবাসন মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দেশটিতে চলতি বছর চার লাখ ৩৭ হাজার শিক্ষার্থীকে পড়াশোনার অনুমতি দেবে।

আরও পড়ুন

যা গত বছরের তুলনায় ১০ শতাংশ কম। সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত জনসংখ্যা বাড়তে থাকায় কানাডায় আবাসন সংকট তৈরি হয়। এ চাপ সামাল দিতে গত বছর বিদেশি শিক্ষার্থীদের স্টাডি পারমিটের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে দেশটির সরকার।

কানাডা সরকারের হিসাব অনুযায়ী, ২০২৩ সালে দেশটিতে অনুমতি পাওয়া বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ছিল সাড়ে ছয় লাখ।


এতে দেশটিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা এক মিলিয়ন ছাড়িয়ে যায়, যা গত ১০ বছর আগের সংখ্যার চেয়ে তিন গুণ বেশি। ফলে দেশটিতে আবাসন খরচ বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যসেবা, শিক্ষাসহ অন্যান্য পরিষেবায় চাপ বেড়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের নামে সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিন : গয়েশ্বর চন্দ্র রায়

কুড়িগ্রামের চিলমারীতে ইউড্রেন সংযোগ সড়কে মাটি নেই, ভোগান্তিতে গ্রামবাসী

কুড়িগ্রামের রৌমারীতে জমাজমি নিয়ে সংঘর্ষে নিহত ১

চাঁপাইনবাবগঞ্জে ডেভিল হান্ট বিশেষ অভিযানসহ নিয়মিত মামলায় গ্রেফতার ১৯

চাঁপাইনবাবগঞ্জে অর্ধকোটি টাকা কৃষিঋণ বিতরণ করল ৩৫টি ব্যাংক

বগুড়া শিল্পকলা একাডেমি পরিদর্শন করলেন মহাপরিচালক জামিল আহমেদ