ভিডিও মঙ্গলবার, ১৩ মে ২০২৫

পাবনার চাটমোহরে চুম্বকের সাহায্যে লোহা কুড়িয়ে জীবন চলে শেফালীর

পাবনার চাটমোহরে চুম্বকের সাহায্যে লোহা কুড়িয়ে জীবন চলে শেফালীর

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : মাঝারি আকৃতির একটা চুম্বকের সাথে রশি বাঁধা। চুম্বকটি পথে ফেলে রশির অপর প্রান্ত ধরে চুম্বকটিকে পথে পথে টেনে হেঁটে চলেন শেফালী (৭০)। লোহা বর্নের এই শেফালীকে দেখে অনেকেই পাগল মনে করেন। চুম্বকের আকর্ষণে লোহার টুকরা, পুরনো ব্লেড ও অন্যান্য লৌহজাত দ্রব্য আটকে যায়। লোহার টুকরাগুলো সংগ্রহ করে বিক্রি করে চলে শেফালীর জীবন-সংসার ও প্রাণের স্পন্দন। শেফালীর বেঁচে থাকার জন্য এটাই পেশা।

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের লাউতিয়া গ্রামের শেফালী জানান,  তারা চার ভাই দুই বোন। শেফালী যখন ছোট তখন তার মৎসজীবী বাবা আব্দুর রহমান মারা যান। জীবনের অনেকটা সময় কাটিয়েছেন পাবনার ঈশ্বরদীতে।

তাও প্রায় ৪৫ বছর আগের কথা। তখন ঈশ্বরদী রেলওয়ে জংশনের পাশে থাকাবস্থায় জিআরপি থানার তৎকালীন কিছু পুলিশ আলম নামে রংপুরের এক যুবকের সাথে বিয়ে দিয়ে দেন শেফালীকে। ঈশ্বরদীতে স্বামীর সাথে ভাড়া বাড়িতে সুখে-দুঃখে ভালোই কাটছিল। ১৫ বছর পর একদিন শেফালীকে ছেড়ে পালিয়ে যায় আলম। পরে শুনেছেন অন্য কাউকে বিয়ে করে তার সাথে সংসার করছে সে। কী আর করা, ঈশ্বরদীর মায়া ত্যাগ করে ফিরে আসেন জন্মভূমি চাটমোহরে।

সুলতান হোসেন নামে এক ব্যক্তির সহানুভূতিতে তার জায়গায় একটি ঝুপড়ি ঘর তুলে বসবাস করতে থাকেন পৌর সদরে। এরপর বড়াল নদীর পাড়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স-সংলগ্ন সরকারি জায়গায় ঠাঁই হয় শেফালীর। সর্বশেষ গত ১০ বছর ধরে বসবাস করছেন পরিত্যক্ত চাটমোহর নতুন বাজার দাতব্য চিকিৎসালয়ের পাশে বড়াল নদী পাড়ের এক ঘরের পাশে ছোট্ট ঝুপড়ি ঘরে।

আরও পড়ুন

চেয়ে-চিন্তে পেট না চলায় পেশা হিসেবে বেছে নেন চুম্বকের সাহায্যে লোহা কুড়ানোর কাজ। ভোর থেকে প্রায় সারা দিন চলে লোহা ও প্লাস্টিকের বোতল সংগ্রহের কাজ। সংগৃহীত লোহা, প্লাস্টিকের বোতল কয়েক দিন পর পর বিক্রি করে যে টাকা পান তাতেই চালাতে হয় সংসার।

শেফালী জানান, বাড়ি ঘর, ছেলেমেয়ে কেউ নেই তার। অসুখ-বিসুখ হয়, লাগে ওষুধপত্রও। ভাঙা ঘরে শেয়াল-কুকুর ঢুকে খাবার খেয়ে যায়। তাই সরকারি ভাবে একটা ঘরের ব্যবস্থা করে দিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করেন তিনি। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সোহেল রানা জানান, শেফালীর ব্যাপারটি আমি জানলাম। সে যদি চাটমোহরের নাগরিক হয়ে থাকে সমাজ সেবা অফিস থেকে বয়স্ক ভাতার ব্যবস্থা করে দেয়া হবে। অসুস্থ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী কল্যাণ সমিতির মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে যেন থেমে না যায় স্বপ্ন—শিক্ষার্থীদের পাশে ছাত্রদল নেতা রবিউল আউয়াল

জবিতে বাজেট ও আবাসন ভাতার দাবিতে শিক্ষার্থীদের গেটলক কর্মসূচি

সাবেক এমপি মমতাজ বেগম গ্রেপ্তার

বগুড়ার সোনাতলায় শতাধিক নলকূপ বিকল মেরামতের উদ্যোগ নেই

দিনাজপুরের বিরলে বন খেজুর গাছের সন্ধান

বগুড়ার ধুনট থানায় অভিযোগ দিতে এসে আওয়ামী লীগ নেতা গ্রেফতার