ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

বরিশালে মানব পাচার চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, কিশোরী উদ্ধার

বরিশালে মানব পাচার চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, কিশোরী উদ্ধার

বরিশালে বিদেশে মানব পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ। এসময় তাদের কাছ থেকে এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার রুনা লায়লা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মেট্রোপলিটন পুলিশের উত্তর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপ-কমিশনার রুনা লায়লা বলেন, গত ৯ জানুয়ারি সদর উপজেলার হবিনগর এলাকা থেকে ১৩ বছর বয়সের এক কিশোরী নিখোঁজ হয়। এ ঘটনায় তার মা কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত ১৫ জানুয়ারি নগরীর ৬ নম্বর ওয়ার্ডের দপ্তরখানা এলাকার দ্বিতীয় তলার একটি ভাড়াটিয়া বাসা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে মধ্যরাতে পুলিশ অভিযান চালিয়ে মানবপাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে।

আরও পড়ুন

গ্রেপ্তারকৃতরা হলো-সুইটি আক্তার, জুথি বেগম ও আল-আমিন। তারা পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উল্লেখ করেছে, পতিতাবৃত্তির জন্য বিদেশে পাচারের উদ্দেশ্যে ওই কিশোরীকে তারা ফুসলিয়ে নিয়ে এসেছিলো। ওই চক্রের সাথে আরও কারা জড়িত রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও পুলিশ কর্মকর্তা উল্লেখ করেছেন। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মানবপাচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী সার্কিট হাউসের আরও ভবন নির্মাণ করতে ৫২টি গাছ কাটা হচ্ছে

লালমনিরহাটের সীমান্তে ঘাস কাটতে যাওয়া যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

সিরাজগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

৪ দফা দাবিতে বগুড়া পলিটেকনিক‘র শিক্ষার্থীদের বেতগাড়িতে ব্লকেড

উত্তরা ইপিজেডের শ্রমিক গ্রেফতার নিয়ে উত্তেজনা, ডিসি-এসপি অফিস ঘেরাও

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে পলাতক ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার