ভিডিও সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৪ জানুয়ারী, ২০২৫, ০৭:৫৫ বিকাল

কক্সবাজার সৈকতে কাউন্সিলরকে হত্যা, সঙ্গী নারীসহ গ্রেপ্তার ৩

খুলনার সাবেক কাউন্সিলর টিপু

কক্সবাজারে সমুদ্র সৈকত সংলগ্ন এলাকায় খুলনার সাবেক কাউন্সিলর টিপু হত্যায় আরও তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। পুলিশের দাবি, গ্রেপ্তাররা হত্যায় সরাসরি যুক্ত ছিলো।

এর আগে শুক্রবার টিপু হত্যায় জড়িত সন্দেহ দুই জনকে গ্রেপ্তার করা হয়। এনিয়ে এই হত্যার ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করা হলো। 

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজারের পুলিশ সুপার মো. রহমত উল্লাহ সাংবাদিকদের এই তথ্য জানান। 

পুলিশ সুপার জানান, গ্রেপ্তার তিন জন সিলেট ও মৌলভীবাজারে আত্মগোপনে ছিল। সেখান থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে বুধবার বিস্তারিত জানানো হবে। 

আরও পড়ুন

গত বৃহস্পতিবার ( ৯ জানুয়ারি) রাতে কক্সবাজার সমুদ্র সৈকত-সংলগ্ন হোটেল সি-গালের সামনের ফুটপাতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন গোলাম রব্বানী টিপু। পরের দিন শুক্রবার নিহতের ভগ্নিপতি ইউনুছ আলী শেখ বাদি হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা করেন। 

হত্যার দিন সকালে কক্সবাজার শহরের কলাতলী এলাকার একটি হোটেল ওঠেন গোলাম রব্বানী টিপুসহ তিন জন। হোটেলের অভ্যর্থনা কক্ষের একটি সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা ৩১ মিনিটে এক নারীসহ টিপু হোটেল থেকে বেরিয়ে যান। এরপর রাত সাড়ে আটটার দিকে দুর্বৃত্তের গুলিতে নিহত হন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক আইজিপি মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়েছে 

শেখ হাসিনার মামলার রায় ঘিরে ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার

গণভোট নিয়ে বিএনপি-জামায়াত একমত হতে পারছে না কেন ? | Daily Karatoa

বগুড়া-০৬ আসনে ধানের শীষের সমর্থনে ছাত্রদলের গণসংযোগ কর্মসূচি | Daily Karatoa

ঢাকা, সিটি ও আইডিয়াল কলেজের মধ্যে শান্তি চুক্তি অনুষ্ঠানে শিক্ষার্থীদের কোলাকুলি ও ফুল-মিষ্টি বিতরণ

বগুড়ার সূত্রাপুরে আন্তঃজেলা চো-র চক্রের এক সদস্য আটক | Daily Karatoa