ভিডিও বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১৪ জানুয়ারী, ২০২৫, ০৪:২২ দুপুর

 যশোরে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২

.
 যশোরে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২

নিউজ ডেস্ক:  যশোরের মণিরামপুর উপজেলার রাজবাড়িয়া গ্রামে মাটিটানা ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অনিমা দাস (১৭) নামে এক তরুণী নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলের চালকসহ অপর আরোহী আহত হয়েছেন।

খবর পেয়ে সোমবার (১৩ জানুয়ারি) রাত ৮টার দিকে খেদাপাড়া ক্যাম্প পুলিশ তরুণীর মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে।

এর আগে সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত অনিমা উপজেলার এড়েন্দা গ্রামের বিন্দু দাসের মেয়ে। আহত দুই তরুণ উদয় দাস (১৯) ও বাঁধন দাসকে (১৯) পুলিশ পাহারায় মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উদয় একই উপজেলার লাউড়ি গ্রামের সুকুমার দাসের ছেলে। আর বাঁধন ওই এলাকার কালিদাসের ছেলে।

আরও পড়ুন

খেদাপাড়া ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান বলেন, অনিমার সঙ্গে উদয়ের পূর্ব থেকে জানাশোনা ছিল। দুই পরিবার পারিবারিকভাবে তাদের বিয়ের সিদ্ধান্তও নিয়েছেন। কিন্তু সেই অপেক্ষা মানতে রাজি ছিল না এই দুই তরুণ-তরুণী। সোমবার দুপুরে উদয় তার বন্ধু বাঁধনকে নিয়ে এড়েন্দা গ্রামে আসে। এরপর তারা অনিমাকে নিয়ে পালাচ্ছিলেন। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় রাজবাড়িয়া গ্রামে মাটিবাহী একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অনিমা নিহত হন।

এসআই আব্দুল হান্নান আরও বলেন, আহত দুই তরুণ আমাদের হেফাজতে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে সাবেক কাস্টমস কর্মকর্তা ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

দিনাজপুরের চিরিরবন্দরে গৃহবধূর আত্মহত্যা

জামালপুরে ধধর্ষণের দায়ে চারজনের যাবজ্জীবন

অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা

ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে

দিনাজপুরের নবাবগঞ্জে আমনক্ষেতে কারেন্ট পোকার আক্রমণে দিশেহারা কৃষক