ভিডিও বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৪ জানুয়ারী, ২০২৫, ০২:৪২ দুপুর

নাহিদ-লিটনদের পিএসএলে খেলা নিয়ে যা বলছে বিসিবি

নাহিদ-লিটনদের পিএসএলে খেলা নিয়ে যা বলছে বিসিবি, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : সম্পন্ন হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফট। যেখানে পাকিস্তানি ক্রিকেটারদের পাশাপাশি নাম দিয়েছিলেন ৫১০ জন বিদেশি ক্রিকেটার। নাম ছিল ৩৯ বাংলাদেশি ক্রিকেটারের। তবে প্লাটিনাম ক্যাটাগরিতে অবিক্রিত ছিলেন বাংলাদেশের দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। এই দুজনের প্রতি আগ্রহ দেখায়নি কেউই। 

তবে লিটন দাস, রিশাদ হোসেন এবং নাহিদ রানাকে দলে টেনেছে তিন পাকিস্তানি ফ্র্যাঞ্চাইজি। তবে দল পেলেও খেলবেন তো টাইগার এই ক্রিকেটাররা? ভক্ত-সমর্থকদের মনে এমন প্রশ্নটাই উঁকি দিচ্ছে বারবার। কারণ অতীতে অনেক ক্রিকেটার বিদেশি লিগে দল পেলেও খেলার সুযোগ পেয়েছেন খুবই কম। তবে এই তিন ক্রিকেটারের খেলা নিয়ে ইতিবাচক বিসিবি। দল পাওয়ার পর ক্রিকেটারদের খেলার অনুমতি মিলবে কি না প্রশ্নে যোগাযোগ করা বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে। তিনি গণমাধ্যমকে বলেন, ‘প্রথমে জানবো তারপরে আলাপ করব বোর্ডের সাথে। পরে ক্রিকেটারদের সাথে আলাপ করব। মেডিকেল টিমের সাথে আলাপের একটা বিষয় আছে। তারপর এটা সিদ্ধান্ত হবে আর কি।’ বিসিবি অবশ্য এবার ইতিবাচকভাবে দেখবে জানালেন ফাহিম, ‘তবে আমাদের তো ইচ্ছা আছে কোন সমস্যা না থাকলে ভালো টুর্নামেন্ট খেলতে গেলে ওদের জন্যই ভালো হবে। ইচ্ছা তো অবশ্যই আছে কোনো দিক থেকে যদি কোনো সমস্যা না থাকে তাহলে অবশ্যই যাবে। ইতিবাচকভাবে দেখব আমরা।’

বোর্ডের এই পরিচালকের ভাষ্য, সুযোগ থাকলে সেটা খেলোয়াড়দের দিতে চায় বিসিবি, ‘কোনো কিছু সমস্যা না থাকলে, যেটাতে ক্রিকেটের লাভ হবে সেটা আমরা করব। এখানে ব্যক্তিগত কোনো ব্যাপার তো নাই। যদি এমন হয় যে একটা টুর্নামেন্টে খেললো সেই টুর্নামেন্টের মানটা মোটেও ভালো না। লোড ম্যনেজমেন্ট ভালো না বা কাছেই জাতীয় দলের একটা প্রোগ্রাম আছে সেক্ষেত্রে আমাদের অন্য ধরনের চিন্তা করতে হবে। অন্যভাবে যদি আমাদের সুযোগ থাকে বেনিফিট থাকে অবশ্যই আমরা সেই সুযোগটা নিব।’ 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ-৪ আসন: শান্তি-ঐক্য বজায় রাখতে প্রার্থীদের শপথ

ভিসা মাল্টিকারেন্সি এসএমই বিজনেস ডেবিট ও ক্রেডিট কার্ড সেবা চালু করল ব্র্যাক ব্যাংক

৪৮তম বিসিএস থেকে ৩২৬৩ জনকে নিয়োগ

কর্মীদের সঙ্গে সরাসরি সংযোগ জোরদারে এমটিবির নতুন উদ্যোগ ‘সিইও কানেক্ট’

সিরাজগঞ্জ-২ আসনে প্রার্থীদের নির্বাচনি ইশতেহার ঘোষণা

ইস্পাহানির পৃষ্ঠপোষকতায় আয়োজিত হচ্ছে ৩৭তম জাতীয় টিম ব্রিজ চ্যাম্পিয়নশিপ