ভিডিও বুধবার, ০৭ মে ২০২৫

বগুড়া হোটেল ও রেস্তোঁরা শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের নামে চাঁদাবাজির মামলা

বগুড়া হোটেল ও রেস্তোঁরা শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের নামে চাঁদাবাজির মামলা। প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : বগুড়া হোটেল শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীসহ ৬৮ জনের বিরুদ্ধে চাঁদা দাবিসহ হামলা চালিয়ে মারপিটের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার রাতে সদর থানায় এই মামলা দায়ের করা হয়। বগুড়া জেলা জাতীয়তাবাদী হোটেল ও রেস্তোঁরা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদেক আলী বাদি হয়ে এই মামলা দায়ের করেন।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ জানুয়ারি বগুড়া জেলা হোটেল ও রেস্তোঁরা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শাহ আলম খোকন, সহ-সাধারণ সম্পাদক আল মামুন, আব্দুল লতিফ বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল হক আশরাফ, উপদেষ্টা আব্দুস ছালাম, আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মিলন মিয়া, সভাপতি জহুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শিপু মন্ডল, প্রচার সম্পাদক মো. রায়হানসহ ওই সংগঠনের বিভিন্ন পদধারী মোট ২৩ জন এবং অজ্ঞাতনামা আরও ৪০/৪৫ জন সাতমাথায় হোটেল সান এন্ড সি’তে প্রবেশ করে সাতমাথায় সাংস্কৃতিক অনুষ্ঠান করার নামে হোটেল মালিকের কাছে ২০ হাজার টাকা দাবি করে।

হোটেল মালিক টাকা দিতে অস্বীকার করলে তারা ওই হোটেলে কর্মরত শ্রমিকদের কর্মবিরতি করাতে বাধ্য করে এবং হোটেল বন্ধ করে দেয়। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাতমাথা জাসদ অফিসের সামনে তারা বগুড়া জেলা  জাতীয়তাবাদী হোটেল ও রেস্তোঁরা শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের নামে বাজে কথা বলে এবং বিভিন্ন হুমকি দেয়।

আরও পড়ুন

এসময় বগুড়া জেলা জাতীয়তাবাদী হোটেল ও রেস্তোঁরা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জাহিদ, দপ্তর সম্পাদক মামুন, শ্রমিকদল নেতা পল্টু শেখ, সাজেদুল ইসলাম সাজুসহ অন্যান্য নেতাকর্মীরা মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে মিছিল নিয়ে সাতমাথায় এলে তারা লাঠি, লোহার রড, এসএস পাইপ নিয়ে মিছিলে হামলা চালিয়ে এলোপাথারি মারপিট করে।

এসময় পল্টু শেখের পকেট থেকে একটি মোবাইল ফোন চুরি করে নেয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা বিভিন্ন প্রকার হুমকি দিয়ে চলে যায়। তাদের মারপিটে জাতীয়তাবাদী হোটেল এন্ড রেস্তোঁরা শ্রমিক ইউনিয়নের ৫ জন নেতাকর্মী আহত হন। তাদেরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি চাকরি ফিরে পাচ্ছেন ডা. জুবাইদা রহমান

‘অপারেশন সিঁদুর’ নিয়ে যা বলছেন ভারতীয় তারকারা

সীমান্তে সাদা পতাকা তুলে ভারত পরাজয় স্বীকার করেছে : পাকিস্তান

ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলার প্রভাব শাহজালাল বিমানবন্দরে

‘শেষ পর্যন্ত কেউ পাশে থাকে না!’

২৫ মিনিটে পাকিস্তানে ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে: ভারতের পররাষ্ট্রসচিব