ভিডিও বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

ওপার বাংলার নায়িকাকে নিয়ে বড় পর্দায় মোশাররফ করিম

ওপার বাংলার নায়িকাকে নিয়ে বড় পর্দায় মোশাররফ করিম, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানের ‘বিলডাকিনি’ সিনেমায় জুটি বাঁধেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও কলকাতার নায়িকা পার্ণো মিত্র। নুরুদ্দিন জাহাঙ্গীরের কাহিনী অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন ফজলুল কবীর তুহিন। অবশেষে ‘বিলডাকিনি’ আসছে প্রেক্ষাগৃহে। শুক্রবার সিনেমাটির প্রথম পোস্টার উন্মোচন করেন মোশাররফ করিম।

পোস্টারে সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা মোশাররফ করিমের পাশাপাশি দেখা গেছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্রকেও। এর আগে, মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’র মধ্যদিয়ে বাংলাদেশি সিনেমায় পা রাখেন তিনি। মুক্তির তারিখ ঘোষণা ও পোস্টার উন্মোচন করতে সিনেমার নির্মাতা-কলাকুশলীরা ছুটে যান এর শুটিং স্পটে। সেখান থেকেই জানানো হয়, আগামী ২৪ জানুয়ারি সিনেপ্লেক্সসহ বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিলডাকিনি। পোস্টার উন্মোচনের পাশাপাশি কেক কেটে সিনেমার মুক্তিযাত্রা উদযাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নির্মাতা ফজলুল কবীর তুহিন, প্রযোজক মমিন খান, মোশাররফ করিম, অভিনেতা শেখ মাহবুব, উজ্জল মাহমুদসহ অনেকে।

আরও পড়ুন

পোস্টার উন্মোচন পর্বে মোশাররফ করিম বলেন, ছবিটি আমার একটি প্রিয় ছবি। তার প্রধান কারণ হচ্ছে এটি আমাদের সমাজের কথা বলে, সমাজের সমস্যার কথা বলে। সমস্যা থেকে উত্তরণের কথা বলে। মানুষের অমানুষ হয়ে ওঠার কথা বলে এবং অমানুষকে মানুষ করার কথা বলে। আমি ব্যক্তিগতভাবে অভিনয় করে সন্তুষ্ট এবং তৃপ্ত। আমি চাই ছবিটি সবাই দেখুক। আমাকে আপনারা পছন্দ করবেন বলেই মনে করি। এই ছবি আপনারা দেখবেন সেই প্রত্যাশা করি একটা কারণে-এটা আমাদের গল্প, আমাদের সিনেমা।

বিলডাকিনিতে মোশাররফ করিম রয়েছেন মানিক মাঝি চরিত্রে। আর পার্ণোর চরিত্রের নাম হানুফা। এতে আরও অভিনয় করেছেন শাহাজাহান সম্রাট, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, রশীদ হারুন, হাবিব মাসুদ, আইনুন নাহার পুতুল, ইউসুফ হাসান অর্ক, মাহবুবুর রহমান, তিথি, মেহেদী হাসান সোমেনসহ অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে ইসির সঙ্গে ৩১ সংস্থা প্রধানদের বৈঠক 

চট্টগ্রামের রাউজানে র‌্যাবের অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার, আটক ২

সকাল থেকেই নিয়মমাফিক চলছে মেট্রোরেল

সাতক্ষীরায় বাক্সে ভেসে নদীপথে বাংলাদেশে প্রবেশকালে ভারতীয় নাগরিক আটক

 বুসানে চীন-যুক্তরাষ্ট্রের বৈঠক শুরু, বাণিজ্য বিরোধ নিষ্পত্তির আশা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নির্মাণের চার মাসেই ভেঙে গেল পাকা সড়ক