ভিডিও রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

কুড়িগ্রামের চিলমারীতে বেগুন চাষে কৃষকের বাজিমাত পাঁচ মাসে আয় আড়াই লাখ টাকা

কুড়িগ্রামের চিলমারীতে বেগুন চাষে কৃষকের বাজিমাত পাঁচ মাসে আয় আড়াই লাখ টাকা

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের সাববাঁধ এলাকার কৃষক রবিউল ইসলাম বেগুন চাষ করে বাজিমাত করেছেন। পাঁচ মাসে আড়াই লাখেরও বেশি টাকা আয় করবেন বলে প্রত্যাশা করছেন। তিনি উপজেলা কৃষি অফিস থেকে কৃষি প্রণোদনার বীজ, সার ও আনুসাঙ্গিক কিছু অর্থ পেয়ে শুরু করেছেন বেগুন চাষ। এখন তিনি গড়ে প্রতিদিন বেগুন বিক্রি করছেন ৪ থেকে ৫ মণ।  বাজারে দামও পাচ্ছেন মণ প্রতি ৭শ’ থেকে ৮শ’ টাকা।

কৃষি অফিস জানায়, উপজেলায় রবি মৌসুমে সাড়ে ৫শ’ হেক্টর জমিতে শাকসবজি চাষ হয়েছে। এরমধ্যে বাঁধাকপি, ফুলকপি, টমেটো, বেগুনসহ অন্যান্য শীতকালীন সবজি রয়েছে। সরেজমিন ও কৃষকের সাথে কথা বলে জানা গেছে, রবি মৌসুমে অন্যান্য সবজির তুলনায় এক একর জমিতে বেগুন লাগিয়ে বাজিমাত করেছেন কৃষক রবিউল ইসলাম। লাভ বেশি হওয়ায় অন্য আবাদ বাদ দিয়ে তিনি বেগুন চাষে ঝুঁকেছেন।

গাছে ঝাঁকে ঝাঁকে ধরে বেগুন। দুই একদিন পর পর ক্ষেত থেকে তোলেন ৮ থেকে ৯ মণ বেগুন। বাজারজাতেও ভালই সাড়া পাচ্ছেন তিনি। এখন নিজ এলাকার চাহিদা মিটিয়ে বিক্রি করছেন আশেপাশে উপজেলাগুলোতেও। ইতোমধ্যে ক্ষেত হতে বেগুন বিক্রি করেছেন প্রায় ৮০ হাজার টাকার। তবে আগামী পাঁচ মাস এই ক্ষেতে পরিচর্যা করলে আড়াই লাখেরও বেশি টাকা আয় করবেন বলে জানিয়েছেন এই কৃষক।

আরও পড়ুন

উপ-সহকারী কৃষি অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, কৃষি অফিসের প্রকল্পের আওতায় রবিউল ইসলামকে প্রণোদনার বীজ, সারসহ কিছু অর্থ দেয়া হয়েছিল। এ দিয়ে তিনি বেগুন চাষ করেন। এখন এই ক্ষেত হতে তিনি দুই থেকে আড়াই লাখ টাকা আয় করবেন।

চিলমারী উপজেলা কৃষি অফিসার কুমার প্রণয় বিষাণ দাস জানান, ওই কৃষককে কৃষি প্রণোদনার আওতায় এক একর জমিতে বেগুন লাগানোর জন্য বীজ সার দেয়া হয়েছে। উনি বেগুন চাষ করে বেশ লাভবান হয়েছেন। আমরা পর্যায়ক্রমে অন্যান্য কৃষকদেরও প্রণোদনার আওতায় আনব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিককে কলে রেখে জবি ছাত্রীর আত্মহত্যা

পাকিস্তানের সাথে সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা বাংলাদেশ হাইকমিশনারের

১৪ আদিবাসী জুম্ম জাতি নিশ্চিহ্ন হওয়ার পথে : সন্তু লারমা

সমৃদ্ধ রাজস্ব ভাণ্ডার গঠনে কাস্টমস অগ্রণী ভূমিকা পালন করবে

বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে কঙ্গোতে ১৩ শান্তিরক্ষী নিহত

ন্যায্যতার ভিত্তিতে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক জোরদারে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ: ওয়াহিদউদ্দিন