ভিডিও মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১১ জানুয়ারী, ২০২৫, ১২:২৪ রাত

খালেদা জিয়া খাচ্ছেন তারেক রহমানের বাসায় তৈরি খাবার 

খালেদা জিয়া খাচ্ছেন তারেক রহমানের বাসায় তৈরি খাবার 

যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার বড় ছেলে তারেক রহমানের বাসায় তৈরি করা খাবার খাচ্ছেন। শুক্রবার (১০ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেলের ফেসবুকে এমন মুহূর্তের একটি ভিডিও আপলোড করা হয়।
ওই ভিডিওর ক্যাপশনে লেখা হয়, হাসপাতালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য নিজ হাতে বাসা থেকে রান্না করা খাবার নিয়ে আসছেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।
ভিডিওতে তারেক রহমানকে হাতে খাবারের বক্স নিয়ে হাসপাতালে যেতে দেখা যায়। সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান।  
চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী জানিয়েছেন, লন্ডনের ‘লন্ডন ক্লিনিকে’ খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই চলছে। চিকিৎসকের অনুমতি নিয়ে হাসপাতালে রাতে থাকছেন জিয়া পরিবারের সদস্যরা। নাতনি ব্যারিস্টার জাইমা রহমান ছিলেন বুধবার রাতে। গতকাল রাতে ছিলেন পুত্রবধূ জুবাইদা রহমান। সারাদিন হাসপাতালে থাকছেন তারেক রহমান। তিনি পুরো চিকিৎসা তদারকি করছেন।
তিনি আরও জানান, দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের কাছে পেয়ে ভালো সময় কাটছে খালেদা জিয়ার। কাল খুব হাসিখুশি দেখা গেছে ম্যাডামকে। দুই ভাবি ছিলেন গতকাল। মানসিকভাবে বেশ চাঙ্গা তিনি। রিল্যাক্স মুডে আছেন বলা যায়। চিকিৎসকরা বলছেন, মানসিকভাবে তাকে সুস্থ করা গেলে চিকিৎসা করা সহজ হবে। সে লক্ষ্যেই পরিবারের সদস্যরা খালেদা জিয়াকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন।
দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, হৃদরোগ, কিডনি, ফুসফুস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগালের কাছে হেরে বিশ্বকাপ জেতার স্বপ্ন ভঙ্গ ব্রাজিলের

মৃত ভেবে কফিনে, চার ঘণ্টা পর প্রমাণ হল জীবিত

লটারিতে চূড়ান্ত হলো ৬৪ জেলার পুলিশ সুপার

ভূমিকম্পের মাত্রা ৬.৯ হলে ঢাকায় কত প্রাণহানি হতে পারে, জানাল রাজউক

বাংলাদেশের মানুষের জন্য দোয়া চাইলেন সাকিব

লালমনিরহাট সীমান্তে ভারতীয় কাঁটাতারের বেড়া কাটার সময় চোরাকারবারি আটক