ভিডিও রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

পল্লী বিদ্যুতের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ায় ৮ জনের কারাদণ্ড

পল্লী বিদ্যুতের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ায় ৮ জনের কারাদণ্ড

মেহেরপুরে পল্লী বিদ্যুৎ সমিতির চাকুরীর নিয়োগ পরিক্ষার লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে এসে ৮ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ দিনের জেল দেয়া হয়েছে।

আজ শুক্রবার (১০ জানুয়ারি) পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম ম্যাসেঞ্জার নিয়োগ পরীক্ষায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, শেরপুর জেলার একরামুল আলীর ছেলে রাকিবুল হাসান মজিদ, নাজিমুদ্দিনের ছেলে গোলজার হোসেন, নীলফামারীর নুরুল হকের ছেলে আরিফুল ইসলাম, দিনাজপুরের মোটা বাবুর ছেলে শ‍্যামল চন্দ্র, গিরিশ চন্দ্রের ছেলে খগেন চন্দ্র, রংপুর জেলার মৃত আব্দুল মোল্লার ছেলে রকিবুল ইসলাম, গাইবান্ধা জেলার নুরুনবী মিয়ার ছেলে নূর মওলা ও ঝিনাইদহ জেলার দিলিপ দেবনাথের ছেলে দিবশ দেবনাথ।

আরও পড়ুন

জানা যায় ,আটক ব্যক্তিরা অর্থের বিনিময়ে অন্যের হয়ে প্রক্সি দিয়ে পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষা চলাকালীন সময় প্রবেশপত্র লাগানো ছবির সঙ্গে মিল না থাকায় তাদের আটক করা হয়। পরে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম‍্যাজিষ্ট্রেট তানজিনা শারমিন দৃষ্টির নেতৃত্বে মোবাইল কোট বসিয়ে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় প্রত্যেককে ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়। সকালে পূর্ব নির্ধারিত সময়ে শহরের ৬ টি কেন্দ্রে মেহেরপুর পল্লীবিদ্যুৎ এর ৭১ টি শূন্য পদে ৪০২৫ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেয়। সকাল ১১ টার দিকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিক্ষার হলে উপস্থিত হাজিরা নেওয়ার সময় ৮ জন পরিক্ষার্থীর প্রবেশ পত্রের সাথে ছবির মিল না থাকায় তাদের সন্দেহ হয়।

পরে বিদ্যালয় কতৃপক্ষ বিষয়টি পল্লী বিদ্যুৎ ও জেলা প্রশাসককে জানালে পুলিশ গিয়ে ভুয়া ৮ পরিক্ষার্থী যুবককে আটক করে। পরে মোবাইল কোট বসিয়ে নকল পরিক্ষার্থী হিসেবে পরিক্ষায় অংশ নেওয়ার অপরাধে তাদের ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দুপুরে ভ্রাম্যমাণ আদালত শেষে পুলিশ পাহারায় আটক আসামীদের কারাগারে পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নানা সমস্যায় জর্জরিত লালমনিরহাট সদর হাসপাতাল

নওগাঁয় মিলছে না মেনিনজাইটিস টিকা, দুশ্চিন্তায় হজ যাত্রীরা

জয়পুরহাটের ক্ষেতলালে এক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে পাঠগ্রহণ

একটা দল সাধারণ মানুষকে ধর্মের নামে বিভ্রান্ত করার চেষ্টা করছে : সৈয়দ শাহীন শওকত

দিনাজপুরের ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার উদ্বোধন

কাটছে না বোতলজাত সয়াবিন তেলের সংকট