ভিডিও সোমবার, ১৯ মে ২০২৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে অস্ত্র ব্যবসায়ী আটক 

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে অস্ত্র ব্যবসায়ী আটক 

নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আবদুল হামিদ চৌকিদার বাড়ি থেকে বিদেশি পিস্তলসহ আবদুস সাত্তার (৫০) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। তিনি অস্ত্র নিয়ে ঘরে একা ঘুমাচ্ছিলেন।

শুক্রবার (১০ জানুয়ারি) ভোরের দিকে তাকে আটক করা হয়। আবদুস সাত্তার ওই বাড়ির মৃত খোরশেদ আলমের ছেলে।

আটকের সময় আবদুস সাত্তারের কাছ থেকে একটি বিদেশি পিস্তল (৯ এমএম), ম্যাগাজিন, এক রাউন্ড পিস্তলের গুলি, ধারালো ছুরি ও মোবাইলফোন উদ্ধার করা হয়েছে।

নোয়াখালী সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রিফাত আনোয়ার অভিযান ও অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানীগঞ্জ সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. আরিফুজ্জামানের নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালায়। এসময় চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী আবদুস সাত্তারকে বিদেশি পিস্তলসহ আটক করা হয়। পরে তাকে অস্ত্রসহ কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, আবদুস সাত্তারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদর দিবসে জবি ছাত্রশিবিরের কুইজ আয়োজন

শিক্ষক-শিক্ষার্থীদের উপর পুলিশী হামলায় জবি  হিউম্যান রাইটস সোসাইটির প্রতিবাদ

সিরাজগঞ্জের শাহজাদপুরে হুরাসাগরের বুকে নানা জাতের ফসলের চাষাবাদ

বগুড়ার সোনাতলায় এক গৃহবধুর আত্মহত্যা

কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে তলিয়ে গেছে বাদামসহ রবিশস্য

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এস্কেভেটর পোড়ানোর অভিযোগ, অস্বীকার ইউএনও’র