ভিডিও বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

সিরাজগঞ্জের তাড়াশে তিন সপ্তাহে একটি ডাকাতি ও ২৪ শ্যালোমেশিন  চুরি

সিরাজগঞ্জের তাড়াশে তিন সপ্তাহে একটি ডাকাতি ও ২৪ শ্যালোমেশিন  চুরি, ছবি সংগৃহীত

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় গত তিন সপ্তাহে একটি ডাকাতি ও ২৪টি শ্যালো মেশিন চুরির ঘটনা ঘটেছে। নিজেদের নিরাপত্তা ও সেচ ব্যবস্থা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

গত মঙ্গলবার রাতে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের কর্ণঘোষ গ্রামের ব্যবসায়ী সাইফুলের বাড়িতে ডাকাতি সংগঠিত হয়। ডাকাত দল বাড়ির মালিককে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। অন্যদিকে ওই রাতেই উপজেলার মাধাইনগর ইউনিয়নের ওয়াশীন গ্রামের ফসলের মাঠ থেকে ৮টি ও চরকুশাবাড়ী, হামকুড়িয়া, বিন্যাবাড়ি, নাদোসৈযদপুরসহ বিভিন্ন মাঠ থেকে প্রায় ২৪টি শ্যালোমেশিন চুরির ঘটনা ঘটে।

কৃষক রফিকুল মন্ডল জানান, গত বুধবার সকালে তার জমিতে পানি সেচ দিতে এসে দেখে তার বসানো একটি শ্যালো মেশিন নেই। পরে তিনি আশপাশে বিভিন্ন স্থানে খোঁজ করেন। এসময় একই গ্রামের কৃষক জামাল উদ্দিন, কাউসার হোসেন, খালেদ আলী, জাহিদুল ইসলাম, নুর ইসলাম, আলাউদ্দিন ও নাজমুল হকের শ্যালো মেশিনগুলো কে বা কারা রাতের আঁধারে চুরি করে নিয়ে গেছে। এখন বিল এলাকায় জমিতে হাল-চাষের মৌসুম চলছে শ্যালোমেশিন চালিয়ে জমিতে পানি দিতে হচ্ছে সেই মুহূর্তে মেশিন হারিয়ে কৃষকরা পড়েছে মহা বিপদে। পরে কৃষকরা বিষয়টি পুলিশকে অবহিত করেন।

আরও পড়ুন

তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন জানান, এ বিষয়ে আমরা মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। পুলিশ তদন্তের কাজ শুরু করেছে। এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা ইলিশ সংরক্ষণে সারিয়াকান্দির যমুনা নদীতে অভিযানে, ১০ হাজার মিটার জাল জব্দ

নওগাঁর বদলগাছীতে প্রধান শিক্ষককে অপহরণ করে অবৈধ নিয়োগপত্রে সই নেয়ার অভিযোগ

বগুড়ার শিবগঞ্জে আমন ধান ক্ষেতে মাজরা ও কারেন্ট পোকার আক্রমণ

বগুড়ার শিবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

দিনাজপুরে অটোচালককে কুপিয়ে অটো ছিনতাইয়ের চেষ্টা ২ ছিনতাইকারী আটক

কুড়িগ্রামে নৌকা দুর্ঘটনায় একজন নিহত