ভিডিও রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

লন্ডনে টিউলিপের বোনকে ফ্ল্যাট দিয়েছেন হাসিনার ঘনিষ্ঠ আইনজীবী

লন্ডনে টিউলিপের বোনকে ফ্ল্যাট দিয়েছেন হাসিনার ঘনিষ্ঠ আইনজীবী, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের দখলে থাকা আরও একটি ফ্ল্যাটের সন্ধান মিলেছে। এবার দ্বিতীয় ফ্ল্যাটটির খবর প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ। এর আগে ফিন্যান্সিয়াল টাইমস প্রথমটির তথ্য প্রকাশ্যে আনে।

দ্য টেলিগ্রাফ জানায়, দ্বিতীয় যে ফ্ল্যাটের কথা বলা হচ্ছে তাতে টিউলিপ সিদ্দিক বসবাস করতেন। এটি তার খালা বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার সূত্রে পাওয়া। তবে এই ফ্ল্যাটটি সরাসরি টিউলিপকে দেওয়া হয়নি। তার বোন আজমিনা সিদ্দিক রুপন্তিকে উপহার হিসেবে দিয়েছিলেন মঈন গনি নামের একজন বাংলাদেশি আইনজীবী। তিনি হাসিনা সরকারের লোক বলে পরিচিত। সানডে টাইমসের মতে, মঈন গনি একজন বাংলাদেশি আইনজীবী। যিনি হাসিনার সরকারের প্রতিনিধিত্ব করেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছবি রয়েছে। ২০০৯ সালে হ্যাম্পস্টেডের ফ্ল্যাটটি আজমিনার কাছে হস্তান্তর করেছিলেন তিনি। ভূমি রেজিস্ট্রি নথিতে বলা হয়েছে, টাকা বা আর্থিক মূল্য ছাড়াই ফ্ল্যাটটি আজমিনার কাছে হস্তান্তর করা হয়। তখন আজমিনার বয়স ছিল ১৮ বছর এবং অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরুর করতে চলেছেন। টিউলিপ সিদ্দিক বেশকিছু অফিসিয়াল নথিতে হ্যাম্পস্টেডের ফ্ল্যাটটিকে তার বাসভবন হিসেবে তালিকাভুক্ত করেছেন। এমনকি ২০১২ সালের ডিসেম্বরে ওয়ার্কিং মেনস কলেজ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালক হিসেবে নিযুক্ত হওয়ার পর তিনি কোম্পানির নথিতে তার ঠিকানা হিসেবে ফ্ল্যাটটি তালিকাভুক্ত করেন।

তবে এ ব্যাপারে টিউলিপ সিদ্দিক মন্তব্য করতে রাজি হননি। কিন্তু তার ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে, তিনি তার বোনের হ্যাম্পস্টেডের ফ্ল্যাটে কিছু সময়ের জন্য বসবাস করেছেন। সূত্রটি আরও দাবি করেছে, তার সঙ্গে হাসিনা সরকারের রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। টিউলিপের সম্পত্তির সঙ্গে আওয়ামী লীগ জড়ানো সঠিক হবে না বলেও অনুরোধ করে সূত্রটি।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পারাপার

জয়পুরহাটে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী খুন, স্বামী গ্রেফতার

রংপুরের পীরগঞ্জে সড়কের গাছ নিলাম নিয়ে আদালতে মামলা

সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

পাঁচ হাজার শিক্ষার্থীকে নিজামী ফাউন্ডেশনের ক্যারিয়ার গাইড প্রশিক্ষণ প্রদান

বগুড়ার ধুনটে কিশোর গ্যাংয়ের আতংকে ৫০ পরিবারের মানববন্ধন