ভিডিও বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

নওগাঁর পোরশায় ঘরে ঘরে চলছে পিঠাপুলিতে শীতের উৎসব

নওগাঁর পোরশায় ঘরে ঘরে চলছে পিঠাপুলিতে শীতের উৎসব। ছবি : দৈনিক করতোয়া

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : কনকনে শীতে চারিদিকে ঢেকে রাখছে ঘনকুয়াশা। মিষ্টি রোদ ঘনকুয়াশাকে মিলিয়ে দেয়। ঘন কুয়াশার কারণে যেন অন্ধকারে ছেঁয়ে যায় চারদিক। শিশির ভেজা সকাল-সন্ধ্যায় ভাপা পিঠা আর পুলি পিঠায় মুখোরিত হয়ে উঠেছে গ্রামীন জনপদ। বাড়ি বাড়ি চলছে শীতের দিনের নানান প্রকারের পিঠা-পুলি খাওয়ার উৎসব। শীতের খাবারের মধ্যে প্রধান আকর্ষন হচ্ছে খেজুরের গুড় ও ভাপা পিঠা।

নওগাঁর পোরশা উপজেলার প্রতিটি গ্রামের বাড়ি বাড়ি এখন যেন শীতের আমেজ পড়েছে। চলছে শীতের নানান ধরনের পিঠা-পুলি খাওয়ার উৎসব। ফুটপাতগুলোতেও চলছে ভাপা, চিতই, কালাইরুটিসহ বিভিন্ন ধরনের পিঠা তৈরী বিক্রি এবং খাওয়ার ধুম।

শ্বশুর-শাশুড়ি তাদের মেয়ে জামাইদের বাড়ি নিয়ে এনে শীতের নানান প্রকারের পিঠা-পুলি খাওয়াচ্ছেন। শীতের দিনে মেয়ে জামাইদের দাওয়াত দিয়ে শীতের পিঠা-পুলি খাওয়ানো এটা পোরশার অনেক দিনের পুরনো ঐতিহ্য।

ঘন কুয়াশা আর তীব্র শীতে রান্না ঘরে বসে মায়ের হাতের মিষ্টি পিঠা খাওয়ার মজাই আলাদা। যোগ হয়েছে বিভিন্ন বাজার ও মোড়ের ফুটপাতে বসা  ভ্রাম্যমান বাহারি রঙের পিঠা। শীতের রাতে গরম গরম ভাপা পিঠা আর পুলি পিঠা খাওয়ার মজাটা যেন সবাই এসে ভাগ করে নেয় এসব ফুটপাতের দোকানগুলোতে। ফুটপাতের দোকানগুলোতে বসার জন্য দোকানের দুই পাশে রাখা হয়েছে লম্বা বেঞ্চ। পিঠা খেতে আসা ক্রেতারা বেঞ্চে বসে জমিয়ে আড্ডা দিয়ে পিঠা-পুলি খেয়ে তৃপ্তি নিচ্ছেন।

আরও পড়ুন

এসব ফুটপাতের দোকানগুলোতে সাধারণত কর্মব্যস্ত মানুষগুলোই বেশি ভিড় জমাচ্ছে। কর্মব্যস্ত মানুষগুলো সারাদিনের কর্মব্যস্ততা কাটিয়ে সন্ধ্যায় ফুটপাতে গড়ে তোলা বা ভ্রাম্যমান পিঠাপুৃলির দোকানে এসে ভিড় জমায়। সবমিলিয়ে জমে উঠে পিঠাপুলির দোকানগুলিতে বেচাকেনার ধুম।

উপজেলার সারাইগাছী বাজারের ইমরান জানান, তারা প্রতি বছর শীতকে ঘিরে অনেক মজা করেন। শীত এলেই বাড়ি বাড়ি চলে পিঠা-পুলি খাওয়ার আড্ডা। পোরশা উপজেলার একজন ভ্রাম্যমান পিঠাপুলি ব্যবসায়ী জানান, তিনি দীর্ঘদিন ধরে পিঠা-পুলির এ ব্যবসা করে আসছেন। তারা সাংসারিক বিভিন্ন কাজের পাশাপাশি এ পেশা ধরে রেখেছেন। অল্প খরচে ভালো লাভের আশায় প্রতিদিন সকাল-সন্ধা তিনি এ ব্যবসা করছেন। এ ব্যবসায় বেশ ভাল আয় হয় বলেও তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয় গোলের ম্যাচেও জয়হীন মায়ামি

দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথেই থাকতে চান জবি আন্দোলনকারীরা

রিয়ালের জয়ে শিরোপা অপেক্ষা বার্সা’র

সারাদেশে বৃষ্টির আভাস

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা : লিভ টু আপিলের শুনানি ২৬ মে পর্যন্ত মুলতবি

‘উপদেষ্টা মাহফুজকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই প্রত্যাশিত নয়’