বগুড়ার সোনাতলায় জমি নিয়ে মারপিটে আহত ১০

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই ভাইয়ের পক্ষের মারপিটের ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের শ্যামপুর গ্রামে আপন দুই ভাইয়ের মধ্যে বসতবাড়ির জায়গা-জমি নিয়ে কথা কাটাকাটি থেকে মারপিট শুরু হয়।
এতে করে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে মহিদুল ইসলাম ও মুনজুর অবস্থা আশংকা জনক হওয়ায় তাদেরকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় এ বিষয়ে সেনা ক্যাম্পে অভিযোগ করা হয়েছে।
আরও পড়ুনএ বিষয়ে সোনাতলা থানার ওসি মিলাদুন নবী বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে এ ঘটনা তিনি লোকমুখে শুনেছেন।
মন্তব্য করুন