ভিডিও শনিবার, ৩০ আগস্ট ২০২৫

খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সস্ত্রীক দেখা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার গুলশানের বাসভবনে এ সাক্ষাৎ হয়। রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসভবনে প্রবেশ করেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এসেছিলেন তিনি। সেনাপ্রধানের সঙ্গে ওনার সহধর্মিণী ছিলেন। তারা প্রায় ৪০ মিনিট ছিলেন।
শায়রুল কবির খান জানান, সেনাপ্রধান বাসভবনে পৌঁছালে মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর তাকে স্বাগত জানান।
ফজলে এলাহি আকবরকে উদ্ধৃত করে শায়রুল কবির জানান, সেনাপ্রধান বলেছেন, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেজন্য তিনি দোয়া করেছেন। 
৭৯ বছর বয়সি খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন। অনেক আগেই উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেয়ার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড।
দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আগামী ৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন। কাতার এয়ারওয়েজের একটি এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডন নেয়া হবে।

 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় জাতীয় পার্টির অফিস ভাঙচুর

এশিয়া কাপ শুরুর সময়ে পরিবর্তন

অজ্ঞান পার্টির সদস্য নিজেই অজ্ঞান

পাগলা মসজিদের দানবক্সে সন্ধ্যা পর্যন্ত মিলেছে সাড়ে ১১ কোটি টাকা

রংপুরে পর্যাপ্ত ইউরিয়া সার সংরক্ষণে গুদাম ঘর সংকট

ঠাকুরগাঁওয়ে নারী মাদক ব্যবসায়ী আটক