ভিডিও শনিবার, ১৯ জুলাই ২০২৫

জবিতে অটোমান সাম্রাজ্যের পতন ও খেলাফতের প্রভাব বিষয়ক সেমিনার আগামীকাল

জবি প্রতিনিধিঃ বর্তমান তুরস্ককে কেন্দ্র করে প্রায় সাড়ে ছয়শ বছর টিকে থাকা অটোমান (ওসমানীয়) সাম্রাজ্য ১৯২৪ সালে পতনের মুখে পড়ে। শাসকদের দুর্বলতা, সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যর্থতা এবং মুস্তাফা কামাল আতাতুর্কসহ বিভিন্ন ষড়যন্ত্র এই সাম্রাজ্যের অবসানের পেছনে বড় ভূমিকা রাখে। বিশ্ব মুসলমানদের ঐক্যের প্রতীক হিসেবে টিকে থাকা ওসমানীয় খেলাফতের প্রভাব ব্রিটিশ ভারতের ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনেও স্পিরিট জুগিয়েছে।

ওসমানীয় সাম্রাজ্যের ইতিহাস ও খেলাফতের বৈশ্বিক প্রভাব নিয়ে আলোচনা করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আগামীকাল, ২রা জানুয়ারি ২০২৫,  সকাল ১০ টা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে একটি সেমিনার অনুষ্ঠিত হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক  রেজাউল করিম  (পিএইচডি) সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। জবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.মাহমুদা খানম অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান।

আরও পড়ুন

সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন জবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের  সহযোগী অধ্যাপক ড. মো: আনিসুর রহমান ("তুর্কি বুরসলারি স্কলার")। সহযোগী আলোচক হিসেবে বক্তব্য রাখবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: মিজানুর রহমান (অক্সফোর্ড স্কলার)।

এছাড়াও সহকারি আলোচক হিসেবে বক্তব্য রাখবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: রইস উদ্দিন। বক্তারা অটোমান  সাম্রাজ্যের পতন এবং খিলাফতের প্রভাব নিয়ে তুরস্ক সম্পর্কে বিভিন্ন দিক আলোচনা করবেন।

আগামীকালের সেমিনার সম্পর্কে জবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের  সহযোগী অধ্যাপক ড. মো: আনিসুর রহমান ("তুর্কি বুরসলারি স্কলার") বলেন, " আমরা ইতিহাসকে সঠিকভাবে জানতে  এবং ইতিহাস কে মূল্যায়ন করতে চাই। " এছাড়াও তিনি বলেন আগামীকালকের সেমিনারে সকল শিক্ষার্থীদেরকে অংশগ্রহণের জন্য অনুরোধ  করা হলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্যারোলে মুক্তি নিয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন আ.লীগ নেতা

যুক্তরাষ্ট্রে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৩ 

ঢাকায় সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জামায়াতের উপজেলা আমির নিহত

মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে যাচ্ছেন জামায়াত নেতাকর্মীরা

১৯ জুলাই রক্তক্ষয়ী সংঘর্ষে আন্দোলন রূপ নেয় অগ্নিশিখায়

গ্লোবাল সুপার লিগে শিরোপা খোয়ালো রংপুর