ভিডিও রবিবার, ১১ মে ২০২৫

স্ত্রীকে ফিরে পেতে ব্যর্থ হয়ে প্রেমিককে কোপেলেন শাহিন

স্ত্রীকে ফিরে পেতে ব্যর্থ হয়ে প্রেমিককে কোপেলেন শাহিন

নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সদর ইউনিয়নের পশ্চিমপাড়ায় স্ত্রীকে ফিরে পেতে ব্যর্থ হয়ে মীর জাকির হোসেন নামে এক ব্যক্তিকে কুপিয়েছেন প্রবাসী শাহিন মিয়া। 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত জাকির বর্তমানে চিকিৎসাধীন। ঘটনার পর শাহিন মিয়াকে আটক করেছে পুলিশ।

জানা যায়, প্রায় এক দশক আগে নাসিরনগরের পূর্বভাগ ইউনিয়নের চান্দেরপাড়া গ্রামের হাবিবা বেগমের সঙ্গে বিয়ে হয় শাহিন মিয়ার। তাদের সংসারে তিন সন্তান রয়েছে। জীবিকার তাগিদে তিন বছর আগে শাহিন সৌদি আরবে পাড়ি জমান। প্রবাসে থাকার সময় স্ত্রী হাবিবার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই এলাকার মীর জাকির হোসেনের।

সম্পর্কটি আরও গভীর হলে গত ৬ ডিসেম্বর হাবিবা তার স্বামী শাহিনের সংসার ছেড়ে জাকিরের সঙ্গে চলে যান। সৌদি থেকে দেশে এসে স্ত্রীকে ফিরে পেতে শাহিন বহু চেষ্টা করেও ব্যর্থ হন।

ক্ষোভে-অপমানে মঙ্গলবার সন্ধ্যায় শাহিন মিয়া নাসিরনগর বাজারে জাকিরকে দেখতে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে জাকির গুরুতর আহত হন। এ সময় স্থানীয় লোকজন শাহিনকে ধরে পুলিশে সোপর্দ করেন।

আরও পড়ুন

আটকের পর শাহিন মিয়া বলেন, আমি তিন বছর সৌদি আরবে কঠোর পরিশ্রম করেছি। আমার উপার্জিত টাকা দিয়েই তারা আলাদা বাসা ভাড়া নিয়ে বসবাস করছিল। আমার সন্তানদের কান্না দেখে আর সহ্য করতে পারিনি। এই কষ্ট থেকেই আমি জাকিরকে কুপিয়েছি। ফাঁসি হলেও আমার দুঃখ নেই। আর যেন কেউ পরকীয়ায় জড়াতে সাহস না পায়, সেই বার্তা দিতেই আমি এই কাজ করেছি।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, শাহিন মিয়া তার স্ত্রীর পরকীয়ার জেরে জাকিরকে আঘাত করেছেন বলে স্বীকার করেছেন। তাকে আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে দ্রুত রাস্তা মেরামত করলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

কুষ্টিয়া রাতে নিখোজের পরের দিনই মিললো কিশোরের দগ্ধ মরদেহ

বগুড়ার ধুনটে বিষাক্ত পোকার কামড়ে গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু

রেগে গিয়ে কর্মচারীর গায়ে গরম মাড় ঢেলে দিলেন বাবুর্চি

জয়পুরহাটের পাঁচবিবিতে ছাত্রনেতাকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় ৪ জন গ্রেফতার

ময়মনসিংহে কালবৈশাখী ঝড়ে গাছের নিচে চাপা পড়ে যুবকের মৃত্যু