ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

ভারতের নারীদের কাছেই আছে বিশ্বের ১১ শতাংশ স্বর্ণ

সংগৃহীত,ভারতের নারীদের কাছেই আছে বিশ্বের ১১ শতাংশ স্বর্ণ

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের কোথায় কত স্বর্ণ রয়েছে, তা পরিমাপ করার কাজে একাধিক সংস্থা নিযুক্ত থাকলেও এ ক্ষেত্রে সবচেয়ে বিশ্বস্ত ‘ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল’। তাদেরই পরিসংখ্যান বলছে, বিশ্বে যত সোনা রয়েছে, তার ১১ শতাংশই ভারতীয় মহিলাদের কুক্ষিগত।

পরিসংখ্যানে এও বলা হয়েছে যে, ভারতীয় নারীদের কাছে যত স্বর্ণ রয়েছে, তা মেলালে মোট পরিমাণ হয় ২৪ হাজার টন। স্বর্ণ সঞ্চয়ের নিরিখে বিশ্বের প্রথম পাঁচ দেশকে মেলালেও এই পরিমাণ স্বর্ণ হবে না। যুক্তরাষ্ট্রের সঞ্চয়ে ৮০০০ টন স্বর্ণ মজুত রেখেছে। জার্মানি মজুত রেখেছে ৩৩০০ টন স্বর্ণ। ইতালির হাতে রয়েছে ২৪৫০ টন স্বর্ণ, ফ্রান্সের হাতে ২৪০০ টন এবং রাশিয়ার হাতে ১৯০০ টন।

পরিসংখ্যান অনুসারে উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতের নারীদের কাছে বেশি স্বর্ণ রয়েছে। দেশের নারীদের কাছে যত স্বর্ণ রয়েছে, তার ৪০ শতাংশ রয়েছে দক্ষিণ ভারতে। ২৮ শতাংশ রয়েছে কেবল তামিলনাড়ুতেই। ২০২০-২১ অর্থবর্ষের তুলনায় পরবর্তী দুই অর্থবর্ষে দেশের মহিলাদের হাতে থাকা সোনার পরিমাণ বেড়েছে বলে জানিয়েছে পরিসংখ্যান। এই বিপুল পরিমাণ সোনা ভারতের অর্থনীতির পক্ষেও সহায়ক বলে দাবি করেছেন অর্থনীতিবিদদের একাংশ।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবির বিষয়ে চুপ ভারত

চার ঘণ্টায়ও প্রধান উপদেষ্টার সাড়া পাননি আন্দোলনকারীরা

খেলার জার্সি পরে যমুনার সামনে রমনার ডিসি

পঞ্চগড়ে ছিলাম, যমুনার উদ্দেশ্যে রওনা হয়েছি: সারজিস

নতুন পোপ হলেন রবার্ট প্রেভোস্ট

যমুনার সামনে পুলিশের সতর্ক অবস্থান