ভিডিও রবিবার, ১৫ জুন ২০২৫

বগুড়া রেল স্টেশন এলাকা থেকে এক ব্যক্তির লাশ  উদ্ধার

বগুড়া রেল স্টেশন এলাকা থেকে এক ব্যক্তির লাশ  উদ্ধার

স্টাফ রিপোর্টার: বগুড়া রেল স্টেশনের দক্ষিণ পাশে এ ই এন এর বাংলোর সামনে থেকে অনুমান ৫৫ বছর বয়সি এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রাত ১১ টার দিকে সদর থানার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

সদর থানার ওসি এসএম মইনুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন সেখানে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দেন। এরপর পুলিশ সেখানে গিয়ে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। তার পরিচয় পাওয়া যায়নি। 

আরও পড়ুন

স্থানীয় লোকজনের বরাত দিয়ে ওসি আরো জানান, ওই ব্যক্তি মাদকাসক্ত ছিলেন। রেল স্টেশনেই ঘোরাফেরা করতেন। ধারণা করা হচ্ছে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। তারপরও তার মৃত্যুর কারণ নিশ্চিত করতে তার লাশ মর্গে পাঠানো হয়েছে।  এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক

সীতাকুণ্ডে গাছে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ১

নওগাঁয় দেশীয় ফল উৎসব

রূপগঞ্জে ভুয়া এসপি গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে সেনা অভিযানে অস্ত্র-স্ট্যাম্পসহ আটক ১

শেরপুরে বাসচাপায় সেনাসদস্যের মৃত্যু, বাসে আগুন দিল বিক্ষুব্ধ জনতা