ভিডিও মঙ্গলবার, ০৬ মে ২০২৫

বিটাক বগুড়ার ১৪ ব্যাচের প্রশিক্ষণার্থীদের বিক্ষোভ, ফ্রি থাকা-খাওয়ার দাবি

বিটাক বগুড়ার ১৪ ব্যাচের প্রশিক্ষণার্থীদের বিক্ষোভ, ফ্রি থাকা-খাওয়ার দাবি

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) বগুড়ার ১৪ ব্যাচের প্রশিক্ষণার্থীরা আজ রোববার (২৯ ডিসেম্বর) প্রশিক্ষণের সমাপনী দিনে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ করেছেন। প্রশিক্ষণার্থীরা কিছু সময়ের জন্য বগুড়া-সান্তাহার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

জানা গেছে, বিটাক বগুড়া বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে আসছে। ইতোমধ্যে এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে ১৩টি ব্যাচ প্রশিক্ষণ সমাপ্ত করেছে। ১৪তম ব্যাচের প্রশিক্ষণার্থীরা আজ রোববার (২৯ ডিসেম্বর) প্রশিক্ষণের শেষ দিনে তাদের দাবি-দাওয়া নিয়ে প্রথমে বিটাক কেন্দ্রে বিক্ষোভ করেন। প্রশিক্ষণার্থীরা জানান, প্রশিক্ষণ শুরুর আগে তাদেরকে বলা হয়েছিল থাকা-খাওয়া ফ্রি, কিন্তু প্রশিক্ষণ শেষে বিটাক কর্তৃপক্ষ থাকা ও খাওয়ার জন্য টাকা কেটে নিচ্ছে। এছাড়াও প্রশিক্ষণকালে তাদের চিকিৎসাসেবা প্রদান করা হয়নি।

এ ব্যাপারে বিটাক বগুড়ার অতিরিক্ত পরিচালক মো. সালাউদ্দিন জানান, একটি প্রকল্পের আওতায় তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতি প্রশিক্ষণার্থীর জন্য বরাদ্দ থাকে ৪০ হাজার ১শ’ টাকা। ৯০ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়।

আরও পড়ুন

তাদের জন্য যে বরাদ্দ দেওয়া হয় ওই টাকার মধ্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়। থাকা ও খাওয়া বাবদ প্রতি ব্যাচের প্রশিক্ষণার্থীদের পিছনে গড়ে ১৮ থেকে ২০ হাজার টাকা ব্যয় হয়। ব্যয় হওয়া অর্থ কেটে রেখে তাদের পাওনা টাকা দেওয়া হয়। গত ১৩টি ব্যাচের প্রশিক্ষণার্থীদের এভাবেই থাকা-খাওয়ার টাকা কেটে নেওয়া হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসের সভাপতিত্বে চলছে উপদেষ্টা পরিষদের সভা

টানা বাড়বে তাপমাত্রা

শিশুকে ধর্ষণের ঘটনায় যুবকের চুল কেটে গাছের সঙ্গে বেঁধে রাখলেন গ্রামবাসী

মৌলিক সংস্কারের রূপরেখা দিলো এনসিপি

নারী উদ্যোক্তা মেলা আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংক

নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত খালেদা জিয়া