জয়া আহসানের সাথে একটা সিনেমায় অভিনয় করতে চাই: মনোজ

বিনোদন ডেস্ক: বছর শেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ‘নকশী কাঁথার জমিন’।
মুক্তিযুদ্ধের গল্পের এই সিনেমা চলতি বছরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া জয়ার দ্বিতীয় ছবি।
আগামীকাল প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির আগেই বুধবার (২৫ ডিসেম্বর) ছিল নকশী কাঁথার জমিন-এর প্রিমিয়ার। যেখানে উপস্থিত ছিলেন একঝাঁক তারকা।
তাদেরই একজন অভিনেতা অভিনেতা ও শিক্ষক মনোজ প্রামানিক। অভিনয়শিল্পীদের সঙ্গে বসে জয়ার সিনেমা উপভোগ করার পর নিজের মনের সুপ্ত বাসনার কথা জানিয়েছেন তিনি।
মন্তব্য করুন