বগুড়ায় যথাযথ মর্যাদায় বড়দিন পালন

স্টাফ রিপোর্টার : যথাযথ মর্যাদায় আজ বুধবার (২৫ ডিসেম্বর) বগুড়ায় খ্রিস্ট ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন পালিত হয়েছে। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বৃহৎ এই উৎসব উপলক্ষ্যে শহরের গোহাইল রোড সুত্রাপুরস্থ গির্জায় প্রার্থনা, ধর্মীয় গান, আলোচনা সভা, কেককাটা ও কীর্তন অনুষ্ঠিত হয়। বগুড়া খ্রীস্টিয় মন্ডলীর উপাসনালয়ে বড়দিনের কেক কাটেন পুলিশ সুপার জেদান আল মুসা।
কেক কর্তনের পর আলোচনায় তিনি বলেন, খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। বগুড়ায় খ্রিস্টান ধর্মানুসারীরা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আচারাদি, আনন্দ-উৎসব এবং প্রার্থনার মধ্য দিয়ে শুভ বড়দিন উদযাপন করেন। এ উপলক্ষ্যে তারা গির্জাগুলোকে সাজিয়েছেন নতুন আঙ্গিকে। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশের গর্ব।
সব সম্প্রদায়ের ব্যক্তিবর্গ যেন নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপন করতে পারেন, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, অন্য সব সম্প্রদায়ের জনগণ খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন পালনে আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করছেন এবং সবাই শান্তিপূর্ণ সহাবস্থানে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে সুখি, সমৃদ্ধশালী ও উন্নত দেশ গঠনে এগিয়ে এসেছেন।
আরও পড়ুনবগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর সভাপতি অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ও মিডিয়া মুখপাত্র সুমন রঞ্জন সরকার, বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এসএম মঈন উদ্দিন, এড. বার্নাড তমাল মন্ডল, অর্পণা প্রামানিক, মাইকেল আশের বেসরা, ছবি বিশ্বাস, মার্গারেট বন্দনা দাস জুঁই, রোনাল্ড প্রামানিক, টোনাম সরকার প্রমুখ।
বগুড়া জেলা পুলিশ ও আকবরিয়া বড়দিনের কেক ও শিশুদের জন্য চকলেট প্রদান করে। উপাসনালয়ে ধর্মীয় আলোচনায় অংশ নেন পালক গিলবার্ট মৃধা ও সাবেক পালক প্রধান সৌরভ বিশ্বাস। চার্চ প্রাঙ্গণ ধর্মীয় গানে গানে মুখরিত করে তোলেন খ্রীস্টান ধর্মাবলম্বীরা।
মন্তব্য করুন