ভিডিও বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

খুলনায় লটারি বাণিজ্যে প্রতারণার শিকার দরিদ্র মানুষ

খুলনায় লটারি বাণিজ্যে প্রতারণার শিকার দরিদ্র মানুষ

নিউজ ডেস্ক:  দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলনায় ফের চালু হয়েছে র‌্যাফেল ড্র নামের জুয়ার লটারি। খুলনা নগরীতে ‘দৈনিক সাদিকা র‌্যাফেল ড্র’ নামে চলছে রমরমা এই লটারি বাণিজ্য।  

প্রায় শতাধিক ইজিবাইকে করে বিক্রি করা হচ্ছে লটারির টিকিট। ২০ টাকা দিয়ে টিকিট কিনলে পুরষ্কার হিসেবে পালসার মোটরসাইকেল দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে। লোভনীয় অফারে টিকিট কিনতে হুমড়ি খেয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। 

২৩ ডিসেম্বর থেকে লটারির টিকিট বিক্রি করতে দেখা গেছে নগরীতে। স্থানীয়রা বলছেন, র‌্যাফেল ড্র’কে লটারি বলা হলেও এটি এক ধরনের উন্মুক্ত জুয়া।

এদিকে, লটারির আড়ালে এ ধরনের জুয়া বন্ধের দাবিতে ইতোমধ্যে খানজাহান আলী থানা ইমাম পরিষদের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। এমনকি ২০ ডিসেম্বর তৌহদী জনতার ব্যানারে মানববন্ধন করেছেন বিভিন্ন মসজিদের মুসল্লি ও মাদ্রাসার ছাত্ররা। কিন্তু এতে বন্ধ না হয়ে আয়োজকদের তৎপরতা আরও বেড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর গিলাতলা বালুর মাঠে গত ২৩ ডিসেম্বর থেকে শুরু হয়েছে মাসব্যাপী মিনি বাণিজ্য ও আনন্দ মেলা। মেলার বিশেষ আকর্ষণ হিসেবে প্রতি রাতে র‌্যাফেল ড্রয়ের কথা প্রচার করা হচ্ছে। সেখানে সার্কাস ও বিনোদন জোন নামে পৃথক জোন চালু করা হয়েছে। সেলিম খান নামের স্থানীয় এক ব্যক্তি মেলা পরিচালনার দায়িত্বে রয়েছেন।

খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান বলেন, “পুরষ্কারে মোটরসাইকেলের কথা প্রচার করে এরা শহর-গ্রামেগঞ্জে লাখ লাখ টাকার টিকিট বিক্রি করছে। রিকসা, ভ্যানচালক, কুলি-মজুর সারাদিন যা আয় করে, সবাই বিকাল থেকে সেখানে লাইন দিয়ে টিকিট কিনছে। এরপর নিঃস্ব হয়ে রাতে বাড়ি ফিরছে। এটা বন্ধ করতে না পারলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতি হবে।”

তিনি আরো বলেন, “আমরা র‌্যাফেল ড্র-বন্ধের দাবি জানিয়েছি। কিন্তু সরকারের বিভিন্ন সংস্থা এর সঙ্গে জড়িত। তারা কথা শুনছে না।”

আরও পড়ুন

থানা জামায়াতের সভাপতি সৈয়দ হাসান মাহমুদ টিটো বলেন, “নিম্ন আয়ের মানুষকে টার্গেট করে এসব আয়োজন করা হয়েছে। আমরা মুসল্লিদের নিয়ে মিছিল করেছি, স্মারকলিপি দিয়ে এসব আয়োজন বন্ধ করতে বলেছি। তারাও আশ্বাস দিয়েছিলেন, কিন্তু কাজ হচ্ছে না।”

এ বিষয়ে মেলার আয়োজক সেলিম খানের বক্তব্য পাওয়া যায়নি। মেলার স্থানে তিনি ছিলেন না। বার বার ফোন করা হলেও তিনি ধরেননি।

মেলার আয়োজন ও নগরজুড়ে ইজিবাইকে করে টিকিট বিক্রি সম্পর্কে জানতে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. জুলফিকার আলী হায়দারকে ফোন করা হলে তিনিও ধরেননি। 

স্থানীয় খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, “মেলায় জুয়ার কোনো অনুমোদন নেই। তবে র‌্যাফেল ড্র’র লটারির টিকিট বিক্রির বিষয়টি অবগত আছি।” 

এ সময় মেলার অনুমতির বিষয়ে তিনি পরিষ্কার করে কিছু বলতে পারেননি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 মধ্যরাতেই শেষ হচ্ছে দুই মাসের নিষেধাজ্ঞার, প্রস্তুত জেলেরা

২৫০ জন দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি

ড্যাফোডিলের পলিটেকনিক সমূহের সাথে ‘দ্য ডিউক অফ এডিনবার্গস অ্যাওয়ার্ড ফাউন্ডেশন বাংলাদেশ (DEA-BD)’ এর চুক্তি স্বাক্ষরিত

বগুড়ায় এনসিপির সমাবেশে কয়েক দফা মারামারি

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. এর শরি‘আহ্ সুপারভাইজরি কমিটির ৪৯তম সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে স্থায়ীভাবে বন্ধের পথে বেনারসি পল্লীর তাঁতশিল্প