ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৬ ডিসেম্বর, ২০২৪, ০৪:১১ দুপুর

আয়ারল্যান্ডে বন্ধ হচ্ছে ইসরাইলি দূতাবাস

আয়ারল্যান্ডে বন্ধ হচ্ছে ইসরাইলি দূতাবাস, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে দূতাবাস বন্ধ করার ঘোষণা দিয়েছে ইসরাইল। আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে আসা গণহত্যার অভিযোগকে সমর্থন ও ‘কট্টর ইহুদীবিদ্বেষী’ নীতির অভিযোগ এনে দূতাবাস বন্ধ করার ঘোষণা দিলো তেল আবিব। রোববার (১৪ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউরোপের কয়েকটি দেশের মধ্যে আয়ারল্যান্ড একটি যারা ফিলিস্তিনিদের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে। চলতি বছরের মে মাসে স্পেন ও নরওয়ের সঙ্গে নিয়ে ফিলিস্তিনের স্বাধীনতার স্বীকৃতি দেয় দেশটি। এরপর গত সপ্তাহে পার্লামেন্টে ভোটের মাধ্যমে আইসিজে উত্থাপিত গণহত্যাকেও সমর্থন দিয়েছে আয়ারল্যান্ড। এসব কারণে সাম্প্রতিক সময়ে ইসরাইলের সঙ্গে আয়ারল্যান্ডের কূটনৈতিক সম্পর্কের ব্যাপক অবনতি হয়। সেটারই চূড়ান্ত রূপ দেখা গেল ডাবলিনে দূতাবাস বন্ধের ঘোষণার মধ্য দিয়ে।

আরও পড়ুন

এক বিবৃতিতে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেন, ‘ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের সব সীমা লঙ্ঘন করে ফেলেছে আয়ারল্যান্ড। তারা ইহুদিবিদ্বেষনীতি গ্রহণ করেছে এবং আইসিজেতে গণহত্যার অভিযোগকে সমর্থন করেছে।’ তিনি আরও বলেন, ‘মনে করিয়ে দিতে চাই, এর আগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় ডাবলিনে ইসরাইলের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করা হয়েছিল।’ এদিকে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, ‘ইসরাইলের দূতাবাস বন্ধের ঘোষণা দুঃখজনক।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত 

ডাকসু’র নেতৃত্বে তিন দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের মার্চ

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

বিদেশে হাদির চিকিৎসার খরচ দেবে সরকার : অর্থ উপদেষ্টা

‘জুলাই-আগস্ট আন্দোলনের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র পুনরুজ্জীবনের প্রত্যাশা তৈরি হয়েছে’

হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ ব্লকেড