ভিডিও রবিবার, ১১ মে ২০২৫

কুড়িগ্রাম সীমন্তে ভারতে পাচারের সময় ৩৩৬০ লিটার ডিজেলসহ আটক ২

কুড়িগ্রাম সীমন্তে ভারতে পাচারের সময় ৩৩৬০ লিটার ডিজেলসহ আটক ২, ছবি : দৈনিক করতোয়া

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুর উপজেলার সীমান্তবর্তী পোড়ারচর এলাকা দিয়ে নদীপথে ভারতে পাচারের সময় ৩ হাজার ৩৬০ লিটার ডিজেল ও একটি নৌকাসহ ২জন পাচারকারীকে আটক করেছে বিজিবি।

আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধীনস্থ যাত্রাপুর বিওপি’র একটি টহলদল নদীপথে অবৈধভাবে ভারতে ডিজেল পাচার সময় আটক করে। কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ উলিপুর উপজেলার সীমান্তবর্তী পোড়ারচর এলাকা দিয়ে নদীপথে অবৈধভাবে ভারতে ডিজেল পাচার হবে।

এ প্রেক্ষিতে ওই ব্যাটালিয়নের অধীনস্থ যাত্রাপুর বিওপি’র একটি টহলদল সীমান্ত পিলার নম্বর-১০৪১ হতে আনুমানিক ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে পোড়ারচর নামক স্থানে নদীপথে নৌকাযোগে কৌশলে অবস্থান গ্রহণ করে। আনুমানিক দুপুর ১২ ঘটিকায় বিজিবি টহলদল বর্ণিত স্থান দিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকাযোগে ২ জন ব্যক্তিকে ভারতের দিকে যেতে দেখে তাদেরকে থামানোর সংকেত দেয়।

আরও পড়ুন

উক্ত ব্যক্তিরা বিজিবির সংকেত উপেক্ষা করে নৌকাযোগে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহলদল নৌকাসহ তাদেরকে আটক করে। পরবর্তীতে নৌকাটি তল্লাশী করে ৩ হাজার ৩৬০ লিটার ডিজেল ভর্তি ১৭টি ব্যারেল জব্দ করে।

জব্দকৃত ডিজেল ও নৌকার আনুমানিক সিজার মূল্য ১০ লাখ ১২ হাজার ৮৮০টাকা। আটককৃত ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালিকাপুর গ্রামের শমসের আলীর পুত্র মনির হোসেন (৩২) এবং কুড়িগ্রামের কচাকাটা থানার কামারচর গ্রামের আলমাস আলীর পুত্র রুবেল হোসেন (২৬)। তিনি আরো জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদেরকে কুড়িগ্রাম থানায় হস্তান্তর করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌসুমের শেষ এল ক্লাসিকো আজ, লড়াই শিরোপারও

নতুন সংবিধান প্রণয়ন হতে অনেক সময় লাগবে : আসিফ নজরুল

পারিবারিক আবহে হাস্যোজ্জ্বল খালেদা জিয়া

গাজায় একদিনে আরও ২৩ ফিলিস্তিনিকে হত্যা

লা লিগায় দ্রুততম হ্যাটট্রিকে সরলথের ইতিহাস

নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকায় চলবে না : ঢাকা রেঞ্জ ডিআইজি