ভিডিও সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার সোনাতলায় সাব্বির হত্যা মামলার আসামী আ’লীগ নেতা ডাবলু গ্রেপ্তার

বগুড়ার সোনাতলায় সাব্বির হত্যা মামলার আসামী আ’লীগ নেতা ডাবলু গ্রেপ্তার। ছবি : দৈনিক করতোয়া

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় স্কুল ছাত্র সাব্বির হত্যা মামলার আসামী ডাবলু (৩২) কে আজ বুধবার (১১ নভেম্বর) থানা পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে। এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের সংবাদ ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ও এলাকাবাসীরা সোনাতলার সৈয়দ আহম্মদ কলেজ স্টেশন এলাকায় আনন্দ মিছিল বের করে।

ওই মিছিল শেষে সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ভোকেশনাল শাখার ছাত্র সাব্বির হাসান বাড়ি ফিরে যাচ্ছিল। এ সময় তার উপর হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়। এ বিষয়ে সোনাতলা থানায় গত ৭ আগস্ট একটি হত্যা মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন

হত্যা মামলার এজাহার নামীয় আসামি আওয়ামীলীগ নেতা ডাবলু উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর পশ্চিমপাড়া এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। এ বিষয়ে সোনাতলা থানার ওসি মিলাদুন নবী বলেন, দীর্ঘদিন যাবত ডাবলু পুলিশি গ্রেফতার এড়াতে পলাতক ছিল। পুলিশ তাকে গ্রেফতার করে আজ বুধবার (১১ নভেম্বর) জেল হাজতে প্রেরণ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ থেকে সারা দেশে শুরু হয়েছে একাদশ শ্রেণির ক্লাস

ছাড়পত্র নিয়ে বাসায় যাচ্ছেন মাইলস্টোন দূর্ঘটনায় ৪৫% বেশি বার্ন হওয়া রোহান

ফরিদপুরে অব্যাহত বিক্ষোভ, হয়েছে হামলা-ভাঙচুর, অফিসার্স ক্লাবে আগুন

আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে আটক ৪ দালালের কারাদণ্ড

আজও বৃষ্টির সম্ভাবনা

ফরিদপুর ভাঙ্গায় দুই ইউপি চেয়ারম্যানসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা