ভিডিও বুধবার, ০৯ জুলাই ২০২৫

ঘন কুয়াশার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

ঘন কুয়াশার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

নিউজ ডেস্ক:  ঘন কুয়াশার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৭ কিলোমিটারের মতো দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বুধবার (১১ সেপ্টেম্বর) ভোর থেকে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশে এ যানজট সৃষ্টি হয়।  তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট কমতে শুরু করেছে।

স্থানীয়রা জানান, বুধবার ভোর থেকে ঘন কুয়াশার কারণে যান চলাচল ধীরগতি হয়। গৌরিপুরে কচুয়া সড়কের গাড়িগুলো মহাসড়কে উঠতে গিয়ে যানজট সৃষ্টি হয়। অপরদিকে ধীরগতির ফলে দ্রুত মহাসড়ক পাড়ি দিতে অনেক যানবাহন উল্টোপথে চলাচল শুরু করে। যার ফলে যানজট দাউদকান্দির গৌরিপুর, শহিদনগর, স্বল্প পেন্নাই, রাজারহাট পর্যন্ত পৌঁছায়। 

আরও পড়ুন

ঢাকা থেকে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের চালক আবু মুছা বলেন, দেড় ঘণ্টার মতো দাউদকান্দি অংশে আটকে ছিলাম। এখন কিছুটা কমেছে। 

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, ঘন কুয়াশার কারণে সকালের দিকে ৭ কিলোমিটার এলাকাজুড়ে যানজট ছিল। উল্টোপথে কিছু গাড়ি চলায় যানজট আরও বেড়েছিল। পুলিশের চেষ্টায় যান চলাচল স্বাভাবিক হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবির শহীদ সাজিদ ভবনের লিফটে ফ্যান স্থাপন করলো ছাত্রদল নেতা শাহরিয়ার 

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত তিন

বগুড়ার নন্দীগ্রামে ডিবির অভিযানে হেরোইনসহ ৩ কারবারি গ্রেফতার

জবি আইটি সোসাইটির নেতৃত্বে ইমাম-বায়জিত

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া রেল সড়কটির বেহাল দশা সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীতে সেনাবাহিনীর অভিযানে চায়না দুয়ারি জাল জব্দ