সুদানে দুই পক্ষের বিমান হামলায় নিহত ১২৭

আন্তর্জাতিক ডেস্ক : সুদানে সেনা ও আধাসামরিক বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি বিমান হামলায় দুই দিনে অন্তত ১২৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। গত সোমবার ও মঙ্গলবার (৯ ও ১০ ডিসেম্বর) এ ঘটনা ঘটে।
দেশটির গণতন্ত্রপন্থি ইমারজেন্সি লইয়ারস রাইটস গ্রুপ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (১০ ডিসেম্বর) সুদানের খার্তুম প্রদেশে সেনাবাহিনীনিয়ন্ত্রিত ওমদুরমান সেক্টরে আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্স হামলা চালায়। এতে হতাহত হন অনেকে। প্রত্যক্ষদর্শীরা জানান, এর বেশিরভাগই বেসামরিক লোক। এর আগে, সোমবার দেশটির নর্থ দাফুর প্রদেশের কাবাকিয়া শহরে হঠাৎ বিমান হামলা চালায় সামরিক বাহিনী। এতে প্রাণ হারান শতাধিক লোক। এসময় আশপাশের অনেকেই বিভিন্ন স্থান থেকে কেনাকাটা করতে এসেছিলেন শহরটিতে। হামলার পর আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন তারা।
আরও পড়ুনগত ২০ মাস ধরে সংঘর্ষ চলছে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে। প্রায় সময়ই দুপক্ষের হামলায় মারা যান অনেক বেসামরিক লোক। তাদের এ সংঘর্ষকে মানবাধিকার লঙ্ঘন বলে জানায় দেশটির গণতন্ত্রপন্থি আইনজীবীদের নিয়ে কাজ করা সংগঠনটি।
মন্তব্য করুন