ভিডিও বুধবার, ৩০ জুলাই ২০২৫

নীলফামারীর সৈয়দপুরে ৪০ লাখ টাকা মূল্যের ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার

নীলফামারীর সৈয়দপুরে ৪০ লাখ টাকা মূল্যের ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার, ছবি : দৈনিক করতোয়া

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে একটি কুরিয়ার সার্ভিসে নিয়ে আসা প্রায় ৪০ লাখ টাকা দামের ২০ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে এসএ পরিবহন পার্সেল অফিসের সামনে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী কার্যালয়ের একটি দল। এসময় এন্তাজুল ইসলাম (৩২) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয় গোপন সূত্রে খবর পায় চট্টগ্রাম থেকে এসএ পরিবহনে মাদকের একটি বড় চালান সৈয়দপুরে আসছে। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) এমন খবর পেয়ে সংস্থাটির সদস্যরা সকাল থেকে সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে এসএ পরিবহন পার্সেল অফিসের আশেপাশে অবস্থান নেন।

পরে ওই পার্সেল অফিস থেকে প্লাস্টিকের বড় আকৃতির একটি বস্তা নিয়ে রিকশায় তুলে এন্তাজুল ইসলাম নামের এক ব্যক্তি। এসময় আগে থেকে সেখানে অবস্থান নেয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ ও প্লাস্টিকের বস্তায় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটের প্যাকেট উদ্ধার করেন। এসময় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট বহনের অভিযোগে ঘটনাস্থল থেকে এন্তাজুলকে আটক করা হয়। ওই বস্তায় ট্যাপেন্টাডল ট্যাবলেটের ২শ’ প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ১শ’টি করে ট্যাবলেট রয়েছে, যার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা বলে জানা গেছে।

আরও পড়ুন

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী কার্যালয়ের উপ-পরিদর্শক এনামুল হক বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। মামলায় এন্তাজুলকে গ্রেপ্তার দেখিয়ে নীলফামারী জেলহাজতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত এন্তাজুল ইসলাম সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দলুয়া মুন্সিপাড়ার নুর ইসলামের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী কার্যালয়ের সহকারী পরিচালক শরিফ উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত এন্তাজুল মাদক কারবারের সঙ্গে জড়িত বলে জানিয়েছে। এছাড়া এর সঙ্গে একজন গডফাদার রয়েছে বলেও জানায় সে। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, মাদকের চালানটি ঢাকা থেকে বুকিং দেওয়া হয়। বুকিং চালানে যে মোবাইল নম্বর দেওয়া রয়েছে, তা বন্ধ রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের শুল্কবিষয়ক বৈঠক

বগুড়ার সোনাতলায় বাঙালি পাড়ের মানুষের পারাপারে শেষ সম্বল ডিঙি নৌকা

জয়পুরহাটের আক্কেলপুরে বড় বোনের অপরাধে দুই বছর গৃহবন্দী ছোট বোন

দিনাজপুরের বিরামপুরে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

রংপুরে হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদন্ড

প্রবীণ নেতাকে অপমান করায় বাগাতিপাড়া তোলপাড়