দিনাজপুরে ইকবালুর রহিমসহ ৫৫ জনের নামে হত্যাচেষ্টা মামলা

দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. রনিকে হত্যারচেষ্টা মামলায় জাতীয় সংসদের সাবেক হুইপ ইকবালুর রহিমসহ ৫৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ১৫০-২০০ জনকে। মামলার বাদি মো. রনি (২৪) দিনাজপুর সদর উপজেলার ছোট গুড়গোলার (হাতিবাগান) মো. রফিকের ছেলে।
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিনাজপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে (সদর) আহত মো. রনি এই মামলা দায়ের করেন। শুনানি শেষে ওই আদালতের বিচারক মো. সামিউল ইসলাম মামলাটি এজাহার হিসেবে নথিভুক্তের জন্য দিনাজপুর সদর থানাকে আদেশ দেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট সকাল থেকে সারা দেশের মতো দিনাজপুরে স্কুল-কলেজের শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজপথে নামেন। ওই মিছিলে রনিও অংশগ্রহণ করেন। বেলা সাড়ে ১১টায় শান্তিপূর্ণভাবে মিছিল করার সময় সাবেক হুইপ ইকবালুর রহিমের হুকুমে উল্লেখিত ৫৫ জনসহ দুই শতাধিক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলবদ্ধ হয়ে আগ্নেয় ও দেশিয় অস্ত্রসহ মিছিলের ওপর হামলা ও গুলিবর্ষণ করেন।
আরও পড়ুনএক পর্যায় উল্লেখিত আসামিরা তাকে হত্যার উদ্দেশে দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে আঘাতসহ তাকে গুলি করেন। এতে তিনি গুরুতর আহত হন।
মন্তব্য করুন