ভিডিও রবিবার, ১১ মে ২০২৫

‘জয় বাংলা’ জাতীয় স্লোগানের রায় স্থগিত চেয়ে আবেদনের শুনানি মঙ্গলবার

‘জয় বাংলা’ জাতীয় স্লোগানের রায় স্থগিত চেয়ে আবেদনের শুনানি মঙ্গলবার, ছবি: সংগৃহীত

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের ওপর শুনানি আগামীকাল মঙ্গলবার পূর্ণাঙ্গ বেঞ্চে নির্ধারণ করা হয়েছে। আজ সোমবার (৯ ডিসেম্বর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এই দিন ধার্য করেন।

২০২০ সালের ১০ মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। বাংলায় দেওয়া রায়ের আদেশের অংশে আদালত বলেন, ‘আমরা ঘোষণা করছি যে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে।’ ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে ২০১৭ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদের করা রিটের শুনানি শেষে এ রায় দেন হাইকোর্ট।

আরও পড়ুন

হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে মন্ত্রিপরিষদ সচিবসহ অন্যরা চলতি বছর লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন। লিভ টু আপিলটি আজ কার্যতালিকায় ৬ নম্বর ক্রমিকে ওঠে। পরে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক আদালতে বলেন, পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হতে পারে। এ সময় আদালত বলেন, আগামীকাল শুনানির জন্য রাখা হলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসিতে জাপার নিবন্ধন বাতিল চেয়ে অভিযোগ দেবে গণঅধিকার

পুঁজিবাজার উন্নয়নে পাঁচ নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা

এলডিসি উত্তরণ মসৃণ করতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার

ব্রাহ্মণবাড়িয়ায় ব্রিজের সামনে থেকে অটোরিকশাচালকের গলা কাটা লাশ উদ্ধার

মায়ের কবর জিয়ারত করতে মহানবী (সা.) যা বলেছিলেন

গাজীপুরে পিকআপের চাপায় অটোচালক নিহত