ভিডিও রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৭ ডিসেম্বর, ২০২৪, ০৬:৩২ বিকাল

টানা দুই হারে সিরিজ হাতছাড়া নারীদের

টানা দুই হারে সিরিজ হাতছাড়া নারীদের

স্পোর্টস ডেস্ক : ওয়ানডেতে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করলেও টি-টোয়েন্টিতে উল্টো চিত্র টাইগ্রেসদের। হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরুর পর দ্বিতীয় ম্যাচে ৪৭ রানে হেরে এক ম্যাচ আগেই সিরিজ খোয়ালো বাংলাদেশের মেয়েরা।

আজ শনিবার (৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আইরিশরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। দলের পক্ষে লউরা ডিলানি করেন সর্বোচ্চ ২৫ বলে ৩৫ রান। এছাড়া ওরাল পেনডারগাস্ট ৩২ ও এমি হান্টার করেন ২৩ রান। বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার নেন ২টি উইকেট।

১৩৫ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ২২ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। এরপর শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার মিলে শুরুর বিপর্যয় সামাক দেন। ৪৮ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ৭০ রানে ২১ বলে ২০ রান করে আউট হন স্বর্না।

আরও পড়ুন

এরপর আর ১৭ রানের মধ্যে আরও ৫ উইকেট হারিয়ে ৮৭ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে শারমিন করেন সর্বোচ্চ ৪৩ বলে ৩৮ রান। আয়ারল্যান্ডের পক্ষে ওরাল পেনডারগাস্ট নেন ৩টি উইকেট। এই জয়ে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিজেদের করে নিলো আইরিশরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ

হাতিয়ায় বিএনপির কার্যালয়ে আ.লীগের হামলা, আহত ৪

ওসমান হাদিকে নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্ট, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

আরবে দেখা গেছে রজবের চাঁদ, রমজানের দিন গণনা শুরু

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: সাত দিনে গ্রেফতার ৫৯৪৯

হান্নান মাসউদকে হত্যার হুমকি দেওয়া সেই যুবক আটক