ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ায় পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৫

বগুড়ায় পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৫, প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : বগুড়া জেলা পুলিশের পৃথক অভিযানে ১৬০ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (৬ ডিসেম্বর) শিবগঞ্জের মোকামতলা ও সদরের পুরান বগুড়া তিনমাথা রূপকথা হাইওয়ে হোটেলের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বগুড়া জেলা পুলিশের মিডিয়ার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, আজ শুক্রবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে মোকামতলা তদন্তকেন্দ্রের পুলিশ ২ কেজি গাঁজা ও ২০ বোতল ফেনসিডিলসহ ২ কারবারিকে গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃতরা হলো, লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার ঠ্যাংঝোরা এলাকার জামের আলীর ছেলে সিরাজুল ইসলাম(২৩) ও কালীগঞ্জ থানার চাপারহাট পাটিকাপাড়া এলাকার লিয়াকত আলীর ছেলে ফজলুল করিম(২১)। 

আরও পড়ুন

এদিকে বগুড়া গোয়েন্দ (ডিবি) পুলিলের একটি অভিযানিক দল আজ শুক্রবার (৬ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে বগুড়া সদরের পুরান বগুড়া রূপকথা হাইওয়ে হোটেলের সামনে মহাসড়কে অভিযান চালিয়ে ১৪০ বোতল ফেনসিডিলসহ তিন কারবারিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো দিনাজপুরের হাকিমপুর উপজেলার ইসবপুর এলাকার আব্দুর রশিদের ছেলে রইচ উদ্দিন (২৫), একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে সালমান খান (২৫) ও জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর উত্তরপাড়ার আনারুল ইসলামের ছেলে ফাইম বাবু (১৭)। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস